বায়োম কী? জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।

একই ধরনের পরিবেশগত বৈশিষ্ট্যসম্পন্ন কোনো বিস্তৃত প্রাকৃতিক অঞ্চল জুড়ে বসবাসকারী প্রধান উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় বা সম্প্রদায়সমূহকে বায়োম বলে। বায়োমকে বৃহত্তম ভৌগোলিক জীবীয় একরূপে বিবেচনা করা হয়। যেমন- তুন্দ্রা, সাভানা, মরুভূমি প্রভৃতি।

জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।

জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

জলজ উদ্ভিদ
১. এদের মূল দুর্বলভাবে গঠিত অথবা সম্পূর্ণরূপে অনুপস্থিত।
২. এদের কাণ্ড নরম ও দুর্বল।
৩. পানিতে নিমজ্জিত পাতা পাতলা ও অত্যধিক খণ্ডিত হয় এবং বায়বীয় পাতা বড় ও সামান্য খণ্ডিত হয়।
৪. ত্বকে সাধারণত কিউটিকল থাকে না।
৫. পত্ররন্ধ থাকে না, যদি থাকে তবে তা পাতার উপর পৃষ্ঠে থাকে।
৬. দেহে প্রচুর বায়ুকুঠুরী থাকে এবং এগুলি প্লবতা প্রদান করে।
৭. মেজোফিল টিস্যু সাধারণত প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষে বিভেদিত থাকে না।

মরু উদ্ভিদ
১. মূল সুগঠিত ও শাখা-প্রশাখাযুক্ত।
২. কাণ্ড শক্ত ও কাষ্ঠল।
৩. পাতা পাতলা বা পুরু ও রসালাে অথবা পুরু ও চর্মবৎ হয়ে থাকে। কখনাে ক্ষুদ্র সূঁচালাে কন্টকে রূপান্তরিত হয়।
৪. ত্বকে কিউটিকলের পুরু আস্তরণ থাকে।
৫. পত্ররন্ধ্র সবক্ষেত্রে পাতার নিম্নপূষ্ঠে থাকে।
৬. দেহে বায়ু কুঠুরী থাকে না, তৎপরিবর্তে পানি সঞ্চয়কারী কোষ থাকতে দেখা যায়। কোনাে কোনাে ক্ষেত্রে মিউসিলেজ কোষ পরিলক্ষিত হয়।
৭. অধিকাংশ ক্ষেত্রে মেজোফিল টিস্যু প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষে বিভেদিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *