প্রসেসর কি? প্রসেসর এর গঠন ও প্রকারভেদ। What is Processor?

প্রসেসর হলো মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক। যা ইনস্ট্রাকশন এবং প্রোগ্রামসমূহ বাস্তবায়ন করে। প্রসেসর গাণিতিক এক সরল লজিক্যাল অপারেশন সম্পাদন করে। মাইক্রোকম্পিউটার, PC’র মতো, মূল প্রসেসর হচ্ছে একটি মাইক্রেপ্রসেসর। প্রসেসরের কার্যকরী ক্ষমতা বা শক্তিকে পরিমাপ করা হয় মেগাহার্জ (মে.হা.) দিয়ে। অধিক মানের মেগাহার্জ মানে অধিক শক্তিশালী কম্পিউটার।

প্রসেসর ম্যানুফ্যাকচার কোম্পানির উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে। যেমন- ইন্টেলের পেন্টিয়াম থ্রি/ফোর, এএমডি, এথলন ইত্যাদি। তবে বর্তমান বাজারে পেন্টিয়াম ফোর প্রসেসর প্রায় বিলুপ্ত হওয়ার পথে। কেননা ৪৭৮ পিনের জেনারেশন এর পরিবর্তে চলছে ৭৭৫ জেনারেশন। এই জেনারেশনে বাজারে আছে ডুয়েল কোর, কোর ২ ডুয়ো, কোর ২ কোয়ার্ড এবং কোর ২ মাল্টিপ্রসেসর ইত্যাদি।

প্রসেসরের গঠনঃ

প্রসেসর মূলত অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট (IC) দ্বারা তৈরি। আর ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে, যেগুলোর সব একটি ক্ষুদ্র চিপের মধ্যে থাকে। প্রধানত তিনটি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়। যথা:

১. গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logical Unit) : এ অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয়।

২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit) : এ অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়। কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে সেটা এই অংশ থেকেই নির্ধারিত হয়।

৩. রেজিস্টার স্মৃতি (Register Memory) : এটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি। এ স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়।

প্রসেসরের প্রকারভেদঃ

কম্পিউটারে প্রসেসরের সাংগঠনিক কার্যাবলির ধরনের ওপর চার ধরনের প্রসেসর দেখা যায়। সেগুলো হলোঃ

১. প্যারালাল প্রসেসর

২. পাইপ লাইন প্রসেসর

৩. এ্যারে প্রসেসর

৪. মাল্টিপ্রসেসর

 

 

বর্তমান সময়ের জনপ্রিয় ৩টি প্রসেসর

ইন্টেল কোর আই ৭ প্রসেসর (Intel Core i7 Processor)

এটি অতি উচ্চ প্রযুক্তির জনপ্রিয় একটি ডেস্কটপ প্রসেসর। এতে অতি দ্রুত গতি, বুদ্ধিমত্তা এবং মাল্টি-কোর প্রযুক্তির সম্মিলন ঘটানো হয়েছে। মাল্টিটাস্কিং কাজগুলো এর মাধ্যমে অতি দ্রুত সম্পন্ন করা যায়। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো।

 

  • 3.06 GHz, 2.93 GHz এবং 2.66 GHz core speed কোর স্পিড।
  • ইন্টেল HT প্রযুক্তিসহ ৮টি প্রসেসিং থ্রেড।
  • ৮ মেগাবাইট ইন্টেল স্মার্ট ক্যাশ।
  • DDR3 1066 MHz মেমোরির ৩টি চ্যানেল।
  • ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তি।

 

ইন্টেল কোর আই ৫ প্রসেসর (Intel Core i5 Processor)

গেম খেলা, ছবি সম্পাদনা ইত্যাদিসহ আরও বহুবিধ কাজের উপযোগী একটি দ্রুতগতির প্রসেসর এটি। এতে বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটানো হয়েছে যার ফলে যেখানে বেশি প্রসেসিং ক্ষমতার প্রয়োজন পড়ে সেখানে প্রসেসরটি স্বয়ংক্রিয়ভাবে তা সরবরাহ করে থাকে। এইচডি ভিডিও তৈরি, ডিজিটাল মিউজিক কম্পোজিং, ছবি সম্পাদনা বা চমৎকার সব পিসি গেম প্রভৃতির মতো বহুবিধ কাজ আপনি একই সাথে করতে পারবেন। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছেঃ

 

  • ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তিসহ 2.66 GHz এবং সর্বোচ্চ 3.20 GHz এর গতিসম্পন্ন।
  • ৪টি প্রসেসিং থ্রেড।
  • ৮ মেগাবাইট ইন্টেল স্মার্ট ক্যাশ।
  • DDR3 1333 MHz মেমোরির ২টি চ্যানেল।
  • ইন্টেল ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি।
  • আরও বর্ধিত ইন্টেল স্পিড়স্টেপ প্রযুক্তি।
  • এক্সিকিউট ডিজ্যাবল বিট।
  • ইন্টেল ৬৪ আর্কিটেকচার।

 

AMD Phenom II Processors

হাই ডেফিনিশন বিনোদন, অ্যাডভান্সড মাল্টিটাস্কিং পারফরমেন্স এর জন্য খুবই উপযোগী একটি প্রসেসর। স্মুথ ভিডিও, ব্রিলিয়ান্ট ভিডিও এবং গেমস খেলার জন্য এই প্রসেসর ব্যবহার করা যাবে। এতে বিদ্যুৎসাশ্রয়ী বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসেসরটি অতি দ্রুত কাজ করে। জটিল জটিল সব সফটওয়্যার অ্যাপ্লিকেশনসমূহ চালাতে এটি নেটিভ মাল্টি কোর প্রযুক্তি ব্যবহার করে থাকে। প্রসেসরটি ৪৫ ন্যানোমিটার, SOI (silicon on insulator) প্রসেস টেকনোলজিতে তৈরি যা ৬৪ বিট ইন্সট্রাকশন সেট সমর্থন করে। এর হাইপারট্রান্সপোর্ট প্রযুক্তিটি 4OOOMT/s ফুল ডুপ্লেক্স বা 16GB/s I/O ব্যান্ডউইডথ প্রদান করে। রয়েছে 21 GB/s পর্যন্ত ডুয়েল চ্যানেল মেমোরি ব্যান্ডউইডথ। সব মিলিয়ে যার পরিমাণ দাঁড়ায় 37 GB/s। এনহেন্সড ভাইরাস প্রটেকশন সুবিধা এতে রাখা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *