Modal Ad Example
পড়াশোনা

জসীমউদ্দিন (Jasimuddin)

1 min read

জসীমউদ্দীন একজন বিখ্যাত বাংলা কবি। এছাড়াও তিনি একজন গীতিকার, লোক-কাহিনী সংগ্রাহক ও বেতার ব্যক্তিত্ব ছিলেন। তিনি পল্লী কবি হিসেবে খ্যাত, কারণ তিনি তাঁর কবিতার মাধ্যমে বাংলার গ্রাম্য জীবনকে ফুটিয়ে তুলেছেন।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ‘পল্লিবর্ষা’ কবিতার রচয়িতা কে?
ক) গোলাম মোস্তফা
খ) জসীমউদ্দিন
গ) আবদুল কাদির
ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর : খ) জসীমউদ্দিন

 

২। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৯০১ খ্রিস্টাব্দে
খ) ১৯০২ খ্রিস্টাব্দে
গ) ১৯০৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৯০৪ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর : গ) ১৯০৩ খ্রিস্টাব্দে

 

৩। বাংলা সাহিত্যে জসীমউদ্দীনের পরিচয় কী?
ক) নাগরিক কবি
খ) বিদ্রোহী কবি
গ) গীতিকবি
ঘ) পল্লিকবি
সঠিক উত্তর : ঘ) পল্লিকবি

 

৪। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসীমউদ্দীনের কে কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়?
ক) কবর
খ) পল্লিজননী
গ) প্রতিদান
ঘ) উড়ানীর চর
সঠিক উত্তর : ক) কবর

 

৫। জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষ অনূদিত হয়েছে?
ক) নকশিকাঁথার মাঠ
খ) সোজন বাদিয়ার ঘাট
গ) এক পয়সার বাঁশি
ঘ) মাটির কান্না
সঠিক উত্তর : ক) নকশিকাঁথার মাঠ

 

৬। ‘নকশিকাঁথার মাঠ’ গ্রন্থের রচয়িতা কে?
ক) শাহাদাৎ হোসেন
খ) জসীমউদ্দিন
গ) আহসান হাবীব
ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর : খ) জসীমউদ্দিন

 

৭। জসীমউদ্দীন ১৯৭৬ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ১৪ জানুয়ারি
খ) ১৪ ফেব্রুয়ারি
গ) ১৪ মার্চ
ঘ) ১৪ এপ্রিল
সঠিক উত্তর : গ) ১৪ মার্চ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x