অণু ও পরমাণু কি? অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?
অণু : অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়।
প্রত্যেকটি অণু আবার কতগুলো পরমাণুর সমষ্টি মাত্র। যথা : H2O হলো পানির একটি অণু, যাতে দুইটি হাইড্রোজেন (H2) পরমাণু ও একটি অক্সিজেন (O) পরমাণু আছে। অর্থাৎ, পানির একটি অণুতে মোট তিনটি পরমাণু থাকে।
পরমাণু : পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। যেমন, H2O একটি মৌলিক পদার্থ। একে ভাঙলে দুটি হাইড্রোজেন (H2) পরমাণু এবং একটি অক্সিজেন (O) পরমাণু পাওয়া যায়।
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য কি? (What is the difference between molecule and atom?)
অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপ—
- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অপরদিকে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো অণু ল। যেমন– অক্সিজেন গ্যাস (O2) একটি মৌলিক পদার্থ। দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের একটি অণু গঠন করেছে যাকে অক্সিজেন গ্যাস বলা হয়।
- ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে একটি অণু গঠিত হতে পারে। কিন্তু পরমাণু একটিমাত্র পদার্থের অংশ বিশেষ। যেমন— পানি (H2O) এর একটি অণু হাইড্রোজেন ও একটি অণু অক্সিজেন। দুটি আলাদা পদার্থ দিয়ে গঠিত হয়েছে। পানিতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু রয়েছে।
- পরমাণুকে প্রতীক এর সাহায্যে প্রকাশ করা হয় আর অণুকে প্রকাশ করা হয় সংকেতের সাহায্যে। যেমন– একটি হাইড্রোজেন পরমাণুকে ‘H’ প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং হাইড্রোজেন এর একটি অণুকে H2 সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়।