রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা (Blood Corpuscles) বলে। রক্তকণিকা প্রধানত তিন প্রকার। যথা–
- লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট
- শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং
- অণুচক্রিকা বা থ্রম্বোসাইট।
১. লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট (Erythrocyte) : মানুষের পরিণত লোহিত রক্তকণিকা গোল, দ্বিঅবতল, নিউক্লিয়াসবিহীন চাকতির মতো ও লাল বর্ণের। এর কিনারা মসৃণ এবং মধ্যাংশের চেয়ে পুরু।
লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ O2 এবং সামান্য পরিমাণ CO2 পরিবহন করে। রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করাও এর কাজ। এগুলোর হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল-ক্ষারের সাম্য রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্ত গ্রুপিংয়ের জন্য দায়ী। এবং এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে।