পড়াশোনা
1 min read

MAN কি? MAN এর বৈশিষ্ট্য কী কী?

Updated On :

MAN এর পূর্ণরূপ হচ্ছে- Metropolitan Area Network। সচরাচর একটি নির্দিষ্ট অঞ্চল বা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে MAN বলা হয়। অর্থাৎ, একাধিক LAN নেটওয়ার্কের সমন্বয়েও MAN নেটওয়ার্ক তৈরি হয়।
এই ধরনের নেটওয়ার্ক এর জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুষঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সাধারণত কোন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়। ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

MAN এর বৈশিষ্ট্যঃ

  1. এর বিস্তৃতি ১০ থেকে ৩০ কি. মি. পর্যন্ত হতে পারে।
  2. LAN এর চাইতে দ্রুত গতির।
  3. খরচ তুলনামূলক ভাবে কম।
  4. বেশি পরিমাণে তথ্য আদান-প্রদান করা যায়।
  5. MAN এর মালিকানা সাধারণত কোনাে অর্গানাইজেশনের হয়ে থাকে।
  6. ডেটা ট্রান্সফারের হার সাধারণত 10Mbps থেকে 10Gbps।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “MAN কি? MAN এর বৈশিষ্ট্য কী কী?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই 5 Star Rating দিবেন।

4.9/5 - (57 votes)