Similar Posts
কার্শফের দ্বিতীয় সূত্রটি কি?
কার্শফের দ্বিতীয় সূত্রটি কি? কোনো বদ্ধ তড়িৎ বর্তনী পরিক্রমণকালে যে সব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয় তাদের বীজগাণিতিক যোগফল শূন্য।
বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর।
বুদবুদ পানিতে ভেসে ওঠার কারণ ব্যাখ্যা কর। মনে করি, ক্ষুদ্র পরিসর পানি বিন্দুর ব্যাসার্ধ প্রায় 0.001 cm এবং বায়ুর সান্দ্রতাঙ্ক 1.8×10-4 poise ধরলে পানি বিন্দুর প্রান্তবেগ হয় 1.2 cms-1। যদি বস্তুর ঘনত্ব মাধ্যমের ঘনত্ব অপেক্ষা কম হয় তখন প্রান্তবেগ ঋণাত্মক হবে। অর্থাৎ বস্তুর বেগ ঊর্ধ্বমুখী হয়। তাই বুদবুদ পানির নিচ থেকে ভেসে ওঠে।
সুবেদী থার্মোমিটার কাকে বলে?
সুবেদী থার্মোমিটার কাকে বলে? যে থার্মোমিটারের সাহায্যে সামান্য তাপমাত্রার পার্থক্য অতিশয় সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে সুবেদী থার্মোমিটার বলে।
ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য
ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং ত্বরণ মন্দন ১ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ২ ত্বরণ সৃষ্টির জন্য বস্তুর গতির অভিমুখে বল প্রয়োগ করতে হয়। মন্দন সৃষ্টির জন্য গতির বিপরীত দিকে বল প্রয়োগ করতে হয়। ৩ ত্বরণের প্রভাবে বস্তুর ভরবেগ ও গতিশক্তি ক্রমশ…
ভূ চুম্বকত্বের উপাদান কাকে বলে?
ভূ চুম্বকত্বের উপাদান কাকে বলে? কোনো স্থানে ভূ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যে: মান ও দিক সঠিকভাবে যেসব রাশির সাহায্যে নির্ণয় করা যায় তাদেরকে ভূ চৌম্বকত্বের উপাদান বলে। ভূ চৌম্বক মেরু কী? পৃথিবী একটি চুম্বক। এর দুটি মেরু আছে। এগুলো হলো ভূ চৌম্বক মেরু।
তাপ ও তাপমাত্রার পার্থক্য
তাপ ও তাপমাত্রা দুটি ভিন্ন পরিমাণ। তাপ ও তাপমাত্রার মধ্যে মৌলিক পার্থক্য হল তাপ হল শক্তির রূপ যা গরম অবস্থা থেকে ঠান্ডা অবস্থায় স্থানান্তরিত হয়। বিপরীতে, তাপমাত্রা হল একটি বস্তুর উষ্ণতা এবং শীতলতার পরিমাপ। নিম্মে তাপ ও তাপমাত্রার সংজ্ঞা, এবং উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য সমূহ বর্ণনা করা হল। তাপ কি? তাপ (Heat) হল শক্তির একটি রূপ যা…