জনসংখ্যা কোনো দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। জনসংখ্যা ছাড়া চলে না অর্থনৈতিক কার্যক্রম, গড়ে ওঠে না সমাজ, গড়ে ওঠে না রাষ্ট্র। আর এ জনসংখ্যা বিভিন্ন জনমিতিক চলকগুলোর ওপর নির্ভরশীল। যেসব জনমিতিক চলকগুলোর ওপর জনসংখ্যা নির্ভরশীল সেগুলোই হচ্ছে জনসংখ্যার নির্ধারক।
প্রশ্নঃ জনসংখ্যার নির্ধারক কোনটি ?
ক) মুদ্রাস্ফীতি খ) উৎপাদন
গ) নিট অভিবাসন ঘ) মূলধন গঠন
উত্তরঃ গ) নিট অভিবাসন
মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার কী সম্পর্ক?
মানবসম্পদ উন্নয়নের উপাদান হিসেবে স্বাস্থ্যসেবা খাত গুরুত্বপূর্ণ।
সুচিকিৎসা প্রদানের মাধ্যমে মানুষকে সুস্থ, সবল ও নিরোগ রাখতে পারলে মানবসম্পদের উন্নয়ন ঘটে। এদেশের মানবসম্পদের উন্নয়নের উদ্দেশ্যে অধিক সংখ্যক হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, মাতৃসদন, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি স্থাপন এবং সেগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। তাই মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য সেবার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “জনসংখ্যা নির্ধারক কী? মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার কী সম্পর্ক?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।