রক্তকণিকা কাকে বলে? রক্তকণিকা কত প্রকার ও কি কি?
রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা (Blood Corpuscles) বলে। রক্তকণিকা প্রধানত তিন প্রকার। যথা–
- লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট
- শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এবং
- অণুচক্রিকা বা থ্রম্বোসাইট।
রক্তরসে ভাসমান বিভিন্ন ধরনের কোষকে রক্তকণিকা (Blood Corpuscles) বলে। রক্তকণিকা প্রধানত তিন প্রকার। যথা–
কাটিং ও পেস্টিং বলতে কী বোঝায়? কাটিং বলতে বোঝায়, কোনো লেখাকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা। কখনও কখনও কোনো লেখাকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হলে কাটিং করা হয়। আর পেস্টিং বলতে বোঝায়, যেকোনো লেখাকে স্থানান্তর করা এবং কপি করে নেওয়া। Cut কমান্ডে Click করে Paste কমান্ডে Clicks করলে উক্ত লেখা একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর হবে। আর…
প্রশ্ন-১। অনুপাত কাকে বলে? উত্তরঃ একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। অনুপাত ব্যবহার করে দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান করা যায়। প্রশ্ন-২। সমানুপাত কাকে বলে? উত্তরঃ দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। যেমন, 4 টাকা :…
একটি নির্দিষ্ট দ্রুতিতে চলমান একটি হালকা ট্রাক বা বাসের তুলনায় একটি ভাড়ী ট্রাক বা বাসের ভরবেগের মান অনেক বেশি হয়। এতে করে ট্রাকটি কখনো থামানোর প্রয়োজন হলে, খুব অল্প সময়ের জন্য অনেক বড় মানের বল প্রয়োগ করতে হয়, যা অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারে। তখন মারাত্মক কোনো দুর্ঘটনা হতে পারে। এজন্য ভারী ট্রাক বা…
বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো- বাস্তব বিম্ব প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। বাস্তব বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়। বাস্তব বিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়। অবাস্তব বিম্ব অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির প্রকৃত মিলন হয়…
বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলোর প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। পিরামিডের ভূমি যেকোনো আকারের বহুভুজ এবং তার পার্শ্বতলগুলোও যেকোনো ধরনের ত্রিভুজ হতে পারে। তবে ভূমি সুষম বহুভুজ এবং পার্শ্বতলগুলো সর্বসম ত্রিভুজ হলে তাকে সুষম পিরামিড বলা হয়। সুষম পিরামিডগুলো খুবই দৃষ্টিনন্দন।
অভিস্রবণ কী, সেটা কি তােমরা জান? তােমরা কি খেয়াল করেছ যে তােমার মা যখন পানিতে কিশমিশ ভিজিয়ে রাখেন, তার কিছুক্ষণ পর চুপসে থাকা কিশমিশগুলাে ফুলে টসটসে হয়ে ওঠে। ঐ টসটসে কিশমিশ যদি আবার ঘন চিনির দ্রবণে ভিজিয়ে রাখ, তাহলে দেখবে সেগুলাে আবার চুপসে গেছে। কেন এমন হলাে তা কি তােমরা ধারণা করতে পার? এটি একটি…