ম্যান্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ। অবস্থান্তর মৌল বলতে কী বোঝায়?

“যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি পর্যায়ক্রমে আবর্তিত হয়।” এটিই ম্যান্ডেলিফের পর্যায় সূত্র।

অবস্থান্তর মৌল বলতে কী বোঝায়?

পর্যায় সারণিতে গ্রুপ-৩ থেকে গ্রুপ-১২ পর্যন্ত গ্রুপে অবস্থিত মৌলসমূহকে অবস্থান্তর মৌল (Transition metal) বলে। অবস্থান্তর মৌলসমূহের নিজস্ব বর্ণ রয়েছে। এরা ধাতব পদার্থ হিসেবে প্রচুর ব্যবহৃত হয়। সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন প্রদান করে আয়নিক যৌগ তৈরি করে। কোনো পর্যায়ের অবস্থান্তর মৌলসমূহের মধ্যে বামদিকের মৌল থেকে ডানদিকের মৌল দ্বারা গঠিত যৌগের বৈশিষ্ট্য আয়নিক থেকে সমযোজীতে পরিবর্তিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *