Modal Ad Example
পড়াশোনা

যৌথ মূলধনী কারবার ও সমবায় কারবার বলতে কি বুঝায়?

1 min read

যৌথ মূলধনী কারবার হলো এমন একটি কারবার যা কিছু সংখ্যক ব্যক্তির যৌথ প্রতিষ্ঠান, যেখানে তারা কোনো কারবার করে তার লাভ-লোকসান ভোগ করার জন্য যৌথভাবে সাধারণ তহবিলে অর্থ প্রদান করে।

অপরদিকে, সমবায় কারবার হলো এমন এক ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কিছু লোক স্বেচ্ছায় একত্রিত হয়ে সমঅধিকার ও সমদায়িত্বের ভিত্তিতে ব্যবসায় পরিচালনা করে। এ ধরনের কারবারের সদস্যরা নিজেরাই মূলধন জোগান দেন, কারবার পরিচালনা করেন এবং ঝুঁকি বহন করেন।

5/5 - (8 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x