ভার্চুয়াল জগত কি?

ভার্চুয়াল জগত হচ্ছে অনলাইন নির্ভর জগত। যে জগতে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে যেখানে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে।

শুধুমাত্র যোগাযোগ নয় একে অপরের সাথে মনের ভাব বিনিময় করে, ছবি শেয়ার করে, ভিডিও দেখে এবং শেয়ার করে, নিজেরা মিলে একটা গ্রুপ গঠন করতে পারে এমনকি সামাজিক আন্দোলন পর্যন্ত সংগঠিত করতে পারে। সকল প্রক্রিয়া কেবল মাত্র অনলাইনেই সংগঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রক্ষা করে। মনে হয় যেন ভার্চুয়াল এই জগতে সবাই সবার পাশেই আছে।

Also Read: ট্রাফিক কাকে বলে? ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি?

[অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে ভার্চুয়াল জগতের কথা উল্লেখ আছে।]
কম্পিউটার-ইন্টারনেটের এ যুগে মানুষের জীবনযাপনে পরিবর্তন এসেছে। বাস্তব জীবনের পাশাপাশি ভার্চুয়াল জীবনের কথাও শোনা যাচ্ছে।

বাস্তব জীবনের বাইরে ডিজিটাল মাধ্যমেও মানুষের একপ্রকার উপস্থিতি আছে। যেমন—কেউ থ্রিডি গেম খেলছে। বাস্তব জীবনে খেলার মাঠে না থেকেও বাসায় বসে সে খেলায় অংশ নিচ্ছে। আবার কেউ সামাজিক মাধ্যমে আড্ডা দিচ্ছে, মনের ভাব বিনিময় করছে, ভার্চুয়াল রিয়ালিটিতে (ভিআর) ভিডিও দেখছে। এভাবেই বাস্তবের পাশাপাশি আরেকটি জগতের উপস্থিতি আছে। এই ডিজিটাল জগত্টাই হলো ভার্চুয়াল জগৎ