প্রশ্ন-১. হরমোন কাকে বলে?
উত্তর : যে সকল রাসায়নিক বস্তু কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।
প্রশ্ন-২. সিন্যাপস কাকে বলে?
উত্তর : পরপর দুইটি নিউরনের প্রথমটার অ্যাক্সন ও পরেরটার ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ুসন্ধি থাকে। একে সিন্যাপস বলে।
প্রশ্ন-৩. ফ্লোরিজেন কি?
উত্তর : ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপন্নকারী একটি ফাইটোহরমোন। এটি পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে।
প্রশ্ন-৪. প্রলম্বিত অংশ কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তর : প্রলম্বিত অংশ দুটি অংশ নিয়ে গঠিত। যথা- (১) ডেনড্রাইট; (২) অ্যাক্সন।
প্রশ্ন-৫. ইথিলিন কী?
উত্তর : ইথিলিন একটি গ্যাসীয় পদার্থ। এ হরমোনটি ফুল, ফল, পাতা, বীজ ও মূলে দেখা যায়। এর প্রভাবে চারা গাছের বিকৃত বৃদ্ধি পরিলক্ষিত হয়।
প্রশ্ন-৬. জিব্বেরেলিন কী?
উত্তর : জিব্বেরেলিন এক ধরনের বৃদ্ধি সহায়ক ফাইটোহরমোন। এরা উদ্ভিদের বীজপত্র ও পাতার বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থান করে।
প্রশ্ন-৭. অক্সিন কে আবিষ্কার করেন?
উত্তর : চার্লস রবার্ট ডারউইন অক্সিন প্রথম আবিস্কার করেন।
প্রশ্ন-৮. বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ কয় ধরনের?
উত্তর : বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ দুই ধরনের, যথা–
- বৃদ্ধি সহায়ক পদার্থ- অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।
- বৃদ্ধি রোধক পদার্থ- অ্যাবসিসিক এসিড/ ডরমিন, ইথিলিন।
প্রশ্ন-৯. অক্সিনের কাজগুলো কী কী?
উত্তর : অক্সিনের কাজগুলো হলো–
- অক্সিন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে।
- শীর্ষ প্রকটতা সৃষ্টি করে।
- মূল সৃষ্টির সূচনা করে, ফলে মূলের সংখ্যা বৃদ্ধি পায়।
- বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে।
- ফলের অকাল ঝরে পড়া রোধ করে।
- কোনো কোনো অক্সিন আগাছা দমনে ব্যবহূত হয়।
প্রশ্ন-১০. প্রলম্বিত অংশ কাকে বলে?
উত্তর : কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাগুলোকে প্রলম্বিত অংশ বলে।