শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতার নীতি বলতে কী বোঝায়?

admin
1 Min Read

পদার্থবিজ্ঞানের ভৌত রাশিগুলোর সংরক্ষণশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। তবে এদের মধ্যে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতার নীতির গুরুত্ব অনেক বেশি।

শক্তির সংরক্ষণশীলতা নীতি বা শক্তির নিত্যতার নীতির বিবৃতি নিম্নরূপঃ

শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি একরূপ হতে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। প্রতিটি রূপান্তরের আগে ও পরে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।

প্রকৃতপক্ষে শক্তি সৃষ্টি করাও সম্ভব নয় এবং শক্তি ধ্বংস করাও সম্ভব নয়। শুধুমাত্র শক্তির রূপান্তর সম্ভব। এ মহাবিশ্বের মোট শক্তি তার সৃষ্টি মুহূর্তে যা ছিল বর্তমানেও সে পরিমাণই আছে। একেই শক্তির নিত্যতা বা অবিনশ্বরতা বা সংরক্ষণশীলতা বলে।

Share this Article
Leave a comment
x