Modal Ad Example
পড়াশোনা

ইন্টারনেট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Internet related questions and answers)

1 min read

প্রশ্ন-১. ইন্টারনেট কি? (What is Internet?)

উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবী জুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক। এক কথায় এটাকে নেটওয়ার্কের নেটওয়ার্ক।

প্রশ্ন-২. ইন্টারনেটের আবিষ্কারক কে? এটি কবে আবিষ্কৃত হয়?

উত্তর : ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ। এটি ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কৃত হয়।

প্রশ্ন-৩. বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?

উত্তর : বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম: ARPANET(Advanced Research Projects Agency Network)।

প্রশ্ন-২. আইএসপি (ISP) কী?

উত্তর : যেসব কোম্পানি ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে তাদেরকে ISP বা Internet Service Provider বলে। উদাহরণ : Bangla Lion, Qubee ইত্যাদি।

প্রশ্ন-২. Wi-Fi এর পুর্নরূপ কি?

উত্তর : Wi-Fi এর পুর্নরূপ- Wireless Fidelity।

প্রশ্ন-৩. IAD এর পূর্ণরূপ কী?

উত্তর : IAD এর পূর্ণরূপ হলো Internet Addiction Disorder।

প্রশ্ন-৪. IC এর পূর্ণরূপ কী?

উত্তর : IC এর পূর্ণরূপ হলো Integrated Circuit।

প্রশ্ন-৫. ভাইরাসের নামকরণকারী অধ্যাপক ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক?

উত্তর : অধ্যাপক ফ্রেড কোহেন “University of new Haven” এর অধ্যাপক।

প্রশ্ন-৬. Search কি?

উত্তর : ওয়েব পেইজ থেকে কোন কিছু খোঁজাকে search বলে।

প্রশ্ন-৬. EDGE-এর পূর্ণরুপ কি?

উত্তর : EDGE-এর পূর্ণরুপ হলো Enhanced Data rates for GMS Evolution।

প্রশ্ন-৭. URL কি?

উত্তর : URL হলো কোন ওয়েব সাইটের অ্যাড্রেস।

প্রশ্ন-৮. GPRS এর পূর্ণরূপ কী?

উত্তর : GPRS এর পূর্ণরূপ হচ্ছে- General Pocket Radio Service।

প্রশ্ন-৯. স্কাইপি কি?

উত্তর : স্কাইপি হলো একটি ফ্রি ভিওআইপি (VOIP) সফটওয়্যার। অন্যভাবে বলা যায়, স্কাইপি হলো ভিডিও চ্যাটিং সফটওয়্যার।

প্রশ্ন-১০. অ্যাপস মূলত কী?

উত্তর : অ্যাপস মূলত “সফটওয়্যার”।

প্রশ্ন-১১. WWW কি?

উত্তর : সমস্ত উন্মুক্ত ওয়েব সাইটগুলোকে সমষ্টিগতভাবে ‘World Wide Wep’ বা www বা বিশ্বব্যাপী জাল নাম দেওয়া হয়েছে। WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেইজ।

প্রশ্ন-১২. বাংলাদেশের সবচেয়ে পপুলার অনলাইন বেচা কেনার সাইট কোনটি?

উত্তর : বাংলাদেশের সবচেয়ে পপুলার বেচা কেনার সাইট হলো “আজকের ডিল.কম”

 

 

প্রশ্ন-১৩. আস্ক ডট কম (Ask.com) কি?

উত্তর : Ask.com একটি সার্চ ইঞ্জিন। যেখানে কোন কিছু সার্চ করা হয়।

প্রশ্ন-১৪. ওয়েব কি?

উত্তর : ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন।

প্রশ্ন-১৫. বুলেটিন বোর্ড কি?

উত্তর : বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।

প্রশ্ন-১৬. টেলিকনফারেন্সিং

উত্তর : টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও-মডেম-ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং।

প্রশ্ন-১৭. BPS কি?

উত্তর : প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাকে BPS বলে।

প্রশ্ন-১৮. সাইবার বাংলার প্রতিষ্ঠাতা কে ?

উত্তর : সাইবার বাংলার প্রতিষ্ঠাতা – Tanjim Al Fahim

প্রশ্ন-১৯. ই-গভর্ন্যান্স কী ?

উত্তর : ই-গভর্ন্যান্স হলো শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজাটাল পদ্ধতির প্রয়োগ ।

Freebasic কত সালে তৈরি করেন?

উত্তর : 2013 সালে তৈরি করা হয়।

প্রশ্ন-২১. ইন্টারনেট ব্রাউজিং বলতে কী বোঝায়?

উত্তর : ইন্টারনেট ব্রাউজিং অর্থ হচ্ছে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে পরিভ্রমণ করা। ইন্টারনেটে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারসমূহে রাখা ওয়েব পেজসমূহ দেখা এবং তথ্য সংগ্রহ করা যায়। এ কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। তার মধ্যে নেটস্কেপ, কমিউনিকেটর, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি অধিক প্রচলিত।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1. ইন্টারনেটের জনক কে?

a) Charles Babej

b) Vinton Gray Cerf

c) Vinton Gray

d) Bill Gates

উত্তরঃ b) Vinton Gray Cerf

 

2. নিচের কোনটি বর্তমান ইন্টারনেটের পূর্বসূরী ছিল?

a) BRACNET

b) DNET

c) ARPANET

d) NSFNET

উত্তরঃ c) ARPANET

 

3. ইন্টারনেট কবে চালু হয়?

a) ১৯৮১ সালে

b) ১৯৭০ সালে

c) ১৯৬০ সালে

d) ১৯৬৯ সালে

উত্তরঃ d) ১৯৬৯ সালে

 

4. বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষে কোন দেশের অবস্থান? (Which country held the top position in the use of internet service?)

a) যুক্তরাষ্ট্র  b) চীন

c) জাপান  d) জার্মানি

উত্তরঃ b) চীন

 

5. দুই বা ততোধিক ইন্ট্রানেট পরস্পর সংযুক্ত হলে, তাকে কী বলে?

a) Internet  b) Intranet

c) Extranet  d) VPN

উত্তরঃ c) Extranet 

 

4/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x