পারস্পরিক আবেশ কাকে বলে?
পারস্পরিক আবেশ কাকে বলে?
পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলীর একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অপরটিতে তড়িচ্চালক বল আবিষ্ট হওয়ার ঘটনাকে পারস্পরিক আবেশ বলে।
পারস্পরিক আবেশ কাকে বলে?
পাশাপাশি অবস্থিত দুটি কুণ্ডলীর একটিতে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে অপরটিতে তড়িচ্চালক বল আবিষ্ট হওয়ার ঘটনাকে পারস্পরিক আবেশ বলে।
ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ কাকে বলে? স্থায়ী ডাইপোল বিশিষ্ট একটি অণুর সঙ্গে একটি অপোলার প্রতিসম অণু বা পরমাণুর পারস্পরিক ক্রিয়া হলে ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ ঘটে। অণুটি যদি পোলারায়নযোগ্য হয় তবে ডাইপোলার অণুটির ধনাত্মক প্রান্তের প্রভাবে এর ইলেকট্রন মেঘের প্রতিসাম্য নষ্ট হয়ে এটি একটি আবিষ্ট ডাইপোলে পরিণত হয়। এতে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোলের মধ্যে পারস্পরিক আকর্ষণের…
তত্ত্ব কাকে বলে? কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা, ভাব বা ধারণা তাকে তত্ত্ব বলে।
১. চৌম্বক কাকে বলে ? কত প্রকার ও কি কি উদাহারন দাও চুম্বকঃ যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাদে কে চুম্বক বলে। বিভিন্ন প্রকার চুম্বক হলোঃ চুম্বকের আকর্ষন ও বিকর্ষনী ধর্মকে এর চুম্বকত্ব বলে । চুম্বকের ধর্মঃ চুম্বকের সমমেরু পরস্পরর্কে বিকর্ষণ করে এবং বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বুক সর্বদা উত্তর ও…
একটি দোলক ঘড়ি শীতকালে দ্রুত এবং গ্রীষ্মকালে ধীরে চলে কেন? আমরা জানি, সরল দোলকের সমীকরণ, T = 2π√(L÷g) দোলনকাল T এর কার্যকর দৈর্ঘ্য L এবং অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। L বৃদ্ধি পেলে T বৃদ্ধি পায় এবং L হ্রাস পেলে T হ্রাস পায়। দোলন ঘড়ি সাধারণ সময়ে প্রতি ঘণ্টায় 30টি দোলন দেয়। অর্থাৎ দোলনকাল…
চৌম্বক দ্বিপোল ভ্রামক কাকে বলে? একটি চুম্বক বা চৌম্বক দ্বিপোলের যেকোনো একটি মেরুশক্তির মান মরুশক্তির মান ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ঐ চুম্বক বা চৌম্বক দ্বিপোলের ভ্রামক বলে।
পদার্থের অবস্থা তিনটি। যথা- কঠিন তরল এবং বায়বীয়।