মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়?

মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়?

মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসন অঙ্গাণু। এতে ATP Synthases বা অক্সিজোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কো-এনজাইম থাকে। এ কারণে শ্বসনের ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো-এ সৃষ্টি ও ইলেকট্রন প্রবাহ এর মতো গুরুত্বপূর্ণ পর্যায়গুলো এ অঙ্গাণুতে সম্পন্ন হয়। শক্তি উৎপন্নকারী প্রক্রিয়া শ্বসন সম্পন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়।

Similar Posts