ডায়চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
ডায়চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য
- এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়।
- এরা কঠিন, তরল এবং বায়বীয় হয়।
- এদের চৌম্বক ধারকত্ব ধর্ম নেই।
- এদের কুরী বিন্দু নেই।
- এদের চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা ঋণাত্মক।
কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগের কোন পরিবর্তন হয় না। একে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলে।
পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ঐ বিন্দুর আধান ঘনত্ব বলে। একে অনেক সময় আধানের তলমাত্রিক বা পৃষ্ঠমাত্রিক ঘনত্ব বলে। কোনো তলের ক্ষেত্রফল A এবং ঐ তলে আধানের মোট পরিমাণ Q হলে উক্ত তলে আধান ঘনত্ব, σ=Q∕A আধান ঘনত্বের এককঃ আধান ঘনত্বের একক হলো কুলম্ব/মিটার২ (Cm-2) কোনো তলের আধান ঘনত্ব 6 Cm-2 বলতে কি…
স্পর্শ কোণ কী? কঠিন ও তরল পদার্থের স্পর্শ বিন্দু হতে বক্রাকার তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে যে কোণ সৃষ্টি করে তাই উক্ত কঠিন ও তরলের স্পর্শ কোণ।
সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন? সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয়। সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমকৌণিক বেগে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। ফলে বেগও অসম হয়।
সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে? যে চৌম্বক ক্ষেত্রের সকল বিন্দুর প্রাবল্য মান ও দিক হিসাবে একই হয় তাকে সুষম চৌম্বক ক্ষেত্র বলে।
সরল ছন্দিত গতি কাকে বলে? যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তু বা কণার গতি সরল রৈখিক হয় এবং ত্বরণ সাম্য অবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সব সময় সাম্য অবস্থান অভিমুখী হয়, তা হলে বস্তু কণার ঐ গতিকে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন বলে। কোনো স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় কোন অবস্থানে বেঁধে অন্য প্রান্তে একটি…