আবিষ্ট তড়িৎ প্রবাহ কি?
আবিষ্ট তড়িৎ প্রবাহ কি?
কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িচ্চালক প্রবাহকে আবিষ্ট তড়িচ্চালক প্রবাহ বলে।
আবিষ্ট তড়িৎ প্রবাহ কি?
কোনো বদ্ধ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িচ্চালক প্রবাহকে আবিষ্ট তড়িচ্চালক প্রবাহ বলে।
তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে কোনো বস্তু কতটা গরম (উষ্ণ) বা ঠান্ডা (শীতল), তার পরিমাপ এবং তাপশক্তি পরিবহণ দ্বারা সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়। উষ্ণতা কোনো বস্তুর মোট তাপের পরিমাপ…
তরল পদার্থ কাকে বলে? যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, ওজন আছে এবং জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই তাকে তরল পদার্থ বলে। তরল পদার্থের বৈশিষ্ট্য তরল পদার্থের নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলো দেখতে পাওয়া যায়- তরল পদার্থের অণুগুলো মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কম হয়ে থাকে। তরল পদার্থের অণুসমূহ কিছুটা দূরে দূরে…
স্কেলার গুণফল বা ডট গুণফল কি? দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এ গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান।
কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে কেন? কোনো বস্তু একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তবে তার সরণ শূন্য হয়। যেহেতু সরণ শূন্য হয়, তাই গড়েবেগও শূন্য হয়। তবে দিক বিবেচনা না করে শুধু মান বিবেচনা করলে মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, তাই…
ত্রৈধবিন্দু কাকে বলে? একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ঐ পদার্থের ত্রৈধবিন্দু বলে।
গতীয় ঘর্ষণ কাকে বলে? দুটি স্পর্শতল যখন আপেক্ষিক গতিতে থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তা গতীয় ঘর্ষণ। মেঝের উপর দিয়ে মার্বেল গড়িয়ে দিলে তা ধীরে ধীরৈ থেমে যায়। এটি গতীয় ঘর্ষণের কারণে। এই ঘর্ষণ বল চলতে শুরু করার মুহূর্তের বা তার পূর্ব পর্যন্ত ঘর্ষণ বল তার চেয়ে কম।