বৈদ্যুতিক যন্ত্রপাতি কাকে বলে?
বৈদ্যুতিক যন্ত্রপাতি কাকে বলে?
তড়িৎ বিজ্ঞানে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি, তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলে।
বৈদ্যুতিক যন্ত্রপাতি কাকে বলে?
তড়িৎ বিজ্ঞানে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি, তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলে।
স্ফুটনাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরলের স্ফুটন হয়, তাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনাে তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উত্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন- 1 বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°c।
আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয় – কেন? আলো তরঙ্গ হলেও এটি শব্দের ন্যঅয় যান্ত্রিক তরঙ্গ নয়। এটি এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ। তাই আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয়।
ব্যবহারে স্প্রিং ঘড়ি দোলক ঘড়ির চেয়ে সুবিধাজনক কেন? দোলক ঘড়িতে ব্যবহৃত দোলকটি একটি সেকেন্ড দোলক। অর্থাৎ এটি প্রতি দুই সেকেন্ডে একটি পূর্ণ দোলনসম্পন্ন করে। দোলকটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় একবার টিক শব্দ করে এবং ঘড়ির কাঁটা এক সেকেন্ড সরে যায়। ঋতুভেদে দোলক ঘড়ির দোলনকাল পরিবর্তিত হয়। অর্থাৎ শীতকালে দোলক ঘড়ির কার্যকর দৈর্ঘ্য…
শক্তির নিত্যতা সূত্র শক্তির নিত্যতা সূত্র হলো-“শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।” অর্থ্যাৎ, এক প্রকার শক্তিকে অন্য যেকোনো শক্তিতে রুপান্তরিত করা সম্ভব। আর এই শক্তি যখন একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন এর শক্তির কোনো…
পদার্থ কি? আমাদের চারপাশে নানারকম জিনিস রয়েছে (যেমন- চেয়ার, টেবিল, মাটি, পানি, বায়ু, লোহা ইত্যাদি)। এ সবকিছুই পদার্থের তৈরি। যা জায়গা দখল করে, যার ওজন আছে, আকার ও আকৃতি আছে এবং বলপ্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। পদার্থের প্রকারভেদ / শ্রেণীবিভাগ অবস্থাভেদে পদার্থকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ- কঠিন (Solid Matter) তরল (Liquid…
অসম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে অসম্পৃক্ত বাষ্পবাপ বলে।