লাইসোজোমের কাজ কি?

লাইসোজোমের কাজ কি?

লাইসোজোম পর্দা দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যার অভ্যন্তরে অনেক এনজাইম থাকে। এই অঙ্গাণুটি লাইসোজাইম নামক এনজাইম ক্ষরণ করে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম আন্তঃকোষীয় পরিপাক সহায়তা করে। এছাড়াও এ অঙ্গাণুটি অম্লীয় পরিবেশ সৃষ্টি করে যার কারণে কোষের অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে আসলে হজম হয় না।