স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে?

admin
1 Min Read

কোনাে স্থিতিস্থাপক বস্তুর উপর প্রযুক্ত পীড়ন যদি দীর্ঘ সময় ধরে ক্রমাগত হ্রাস বৃদ্ধি করা যায় তাহলে প্রযুক্ত পীড়ন স্থিতিস্থাপক সীমার নিচে থাকা সত্ত্বেও বস্তুটির স্থিতিস্থাপক ধর্মের অবনতি ঘটে। অর্থাৎ প্রত্যেকবার পীড়ন অপসারণ করার পরেও বস্তুটিতে কিছু স্থায়ী বিকৃতি থেকে যায় এবং বস্তুটির কোনাে কোনাে অংশ সরু হয়ে যায়। তখন স্বাভাবিক অসহ পীড়নের চেয়ে কম পীড়নের বস্তুটি ভেঙে বা ছিঁড়ে যায়। পীড়নের দ্রুত হ্রাসবৃদ্ধির ফলে কোনাে বস্তুর স্থিতিস্থাপক সামর্থ্য লােপ পাওয়াকে স্থিতিস্থাপক অবসাদ বা স্থিতিস্থাপক ক্লান্তি বলে।

Share this Article
Leave a comment
x