স্বকীয় আবেশ কাকে বলে?
স্বকীয় আবেশ কাকে বলে?
কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
কুণ্ডলীতে প্রবাহ পরিবর্তনের ফলে তার নিজের ভিতরেই একটি তাড়িতচৌম্বকীয় আবেশ ঘটে। এ ধরনের তাড়িতচৌম্বকীয় আবেশকে স্বকীয় আবেশ বলে।
সব দোলক সরল দোলক নয়? সরল দোলকের ক্ষেত্রে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে পাকহীন হালকা সরু সুতার সাহায্যে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হয়। এ দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার 4° এর মধ্যে হতে হবে। যেসব দোলকের কৌণিক বিস্তার 4° এর বেশি, সেসব দোলক সরল দোলক নয়। অর্থাৎ কৌণিক বিস্তারের সীমাবদ্ধতার কারণে সব দোলক সরল দোলক নয়।
আপেক্ষিকতা কী? কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হবার নামই আপেক্ষিকতা।
বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সমান হয় না কেন? আমরা জানি, কাজ = বল ** বলের দিকে অতিক্রান্ত দূরত্ব(সরণ)। যদি বস্তুর ওপর বল প্রয়োগের ফলে সরণ শূন্য হয় তবে কৃতকাজ শূন্য হবে। আবার বল প্রয়োগে বস্তুর সরণ বলের বিপরীতে হলে কৃতকাজ ঋণাত্মক কিন্তু বলের দিকে সরণ ঘটলে কৃতকাজ ধনাত্মক। তাই বল প্রয়োগে সকল ক্ষেত্রে কৃতকাজ সমান হয়…
পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে? যে সব বস্তুর উপর বাইরে থেকে যেকোন পরিমাণ বল প্রয়োগের ফলেও এদের আকার বা আকৃতির কোন পরির্তন ঘটে না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলে। বস্তুর পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না। কাচ, ইস্পাত ইত্যাদিকে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা যায়।
আলোর নিয়মিত প্রতিফলন কি? যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বলে।
গতি জড়তা কাকে বলে? গতিবেগের দরুণ কোনো বস্তু যে জড়তা অর্জন করে তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।