যেকোন সরকারি চাকরির জন্য আবশ্যিক সাধারণ জ্ঞান

admin
3 Min Read

1. ?সূর্যোদয়ের দেশ -জাপান।
2.ℹ️ভূমিকম্পের শহর- ফিলাডেলফিয়া ( মার্কিন যুক্তরাষ্ট্র)
3.?নিষিদ্ধ শহর — লাসা
4.?নিষিদ্ধ দেশ– তিব্বত
5.?মুক্তার দ্বীপ – বাহরাইন।

6.?মুক্তার দেশ – কিউবা।
7.?পান্নার দ্বীপ- আয়ারল্যান্ড।
8.?পবিত্র পাহাড়- ফুজিয়ামা, জাপান।
9.⛪পবিত্র ভূমি- জেরুজালেম।
10.?পবিত্র দেশ- ফিলিস্তিন।

11.ℹ️পৃথিবীর কেন্দ্র রাজধানী বলা হয় – মক্কা
12.?নিশীথ সূর্যের দেশ- নরওয়ে।
13.?️হাজার দ্বীপের দেশ-আইসল্যান্ড
14.?️হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড ।
15.?️দ্বীপের মহাদেশ- ওশেনিয়া।

16.?️দ্বীপের নগরী- ভেনিস।
17.ℹ️সোনালী তোরণের দেশ- সানফ্রান্সিসকো।
18.ℹ️সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
19.ℹ️দক্ষিণের গ্রেট ব্রিটেন- নিউজিল্যান্ড।
20.ℹ️প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান।

21.ℹ️প্রাচ্যেও ম্যানচেস্টার- ওসাকা, জাপান।
22.ℹ️ধীবরের দেশ- নরওয়ে
23.ℹ️আগুনের দ্বীপ- আইসল্যান্ড।
24.?ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা
25.?ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক।

26.?ইউরোপের ক্রীড়াঙ্গন- সুইজারল্যান্ড।
27.?ইউরোপের রণক্ষেত্র- বেলজিয়াম।
28.?ইউরোপের ককপিট- বেলজিয়াম।
29.ℹ️ইংল্যান্ডের বাগান- কেন্ট।
30.ℹ️উত্তরের ভেনিস- স্টকহোম।

31.ℹ️উদ্যানের শহর- শিকাগো।
32.?গগণচুম্বী অট্টালিকার দেশ- নিউইয়র্ক।
33.?জাঁকজমকের নগরী- নিউইয়র্ক।
34.?বিশ্বের রাজধানী– নিউইয়র্ক
35.?বিগ আপেল — নিউইয়র্ক
36.?চির বসন্তের নগরী- কিটো, ইকুয়েডর।
37.?চির শান্তির শহর- রোম, ইতালি।
38.?চির সবুজের দেশ- নাটাল।
39.ℹ️চীনের নীল নদ- ইয়াং সি কিয়াং।
40.ℹ️চীনের দুঃখ- হোয়াংহো নদী

41.ℹ️প্রাচীরের দেশ- চীন।
42.ℹ️বাংলার দুঃখ- দামোদর নদী
43.ℹ️হলদে চীন- হোয়াংহো
44.ℹ️দক্ষিণের ভারতের উদ্যান- তাঞ্জোর।
45.?দক্ষিণের রানী- সিডনী, অস্ট্রেলিয়া।

46.?পশমের দেশ- অস্ট্রেলিয়া
47.?ক্যাঙারুর দেশ- অস্ট্রেলিয়া
নিশ্চুপ সড়ক শহর- ভেনিস।
48.⛰️নীল নদের দান- মিশর।
49.⛰️নীল নদের দেশ- মিশর।
50.⛰️পিরামিডের দেশ- মিশর।

51.ℹ️বাজারের শহর- কায়রো, মিশর।
52.ℹ️নীরব শহর- রোম।
53.ℹ️পঞ্চম ড্রাগনের দেশ– তাইওয়ান
54.ℹ️পশু পালনের দেশ- তুর্কিস্তান।
55.ℹ️পশ্চিমের জিব্রাল্টার- কুইবেক।

56.ℹ️পাকিস্তানের প্রবেশদ্বার- করাচী।
57.?সাত পাহাড়ের শহর- রোম।
?✅হাজার-পাহাড়ের দেশ – রুয়ান্ডা।
58.?পোপের শহর- রোম।
59.ℹ️প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
60.ℹ️নিমজ্জমান নগরী — হেগ

61.ℹ️পৃথিবীর ছাদ – পামির মালভূমি।
62.ℹ️পৃথিবীর চিনির আধার- কিউবা।
63.ℹ️বজ্রপাতের দেশ- ভূটান।
64.ℹ️বাতাসের শহর- শিকাগো।
65.ℹ️সিল্ক রুটের দেশ- ইরান

66.ℹ️ঝর্ণার শহর- তাসখন্দ
67.ℹ️বিশ্বের রুটির ঝুড়ি – প্রেইরি, উত্তর আমেরিকা।
68.ℹ️পৃথিবীর মুক্তভূমি– থাইল্যান্ড
69.ℹ️মটর গাড়ির শহর- ডেট্রয়েট।
70.ℹ️মসজিদের শহর- ঢাকা ও ইস্তাম্বুল।

71.ℹ️মন্দিরের শহর- বেনারস।
72.ℹ️মরুভূমির দেশ- আফ্রিকা।
73.ℹ️মার্বেলের দেশ- ইটালী।
74.?লিলি ফুলের দেশ- কানাডা।
75.?ম্যাপল পাতার দেশ- কানাডা।

76.?স্বর্ণ নগরী- জোহান্সবার্গ।
77.?রৌপের শহর- আলজিয়ার্স।
78.ℹ️লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার।
79.?সকাল বেলার প্রশান্তি -কোরিয়া।
80.?শান্ত সকালের দেশ- কোরিয়া।

81.?শ্বেত হস্তির দেশ- থাইল্যান্ড।
82.?শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনি কোস্ট।
83.?সাদা শহর- বেলগ্রেড(সার্বিয়া)।
84.ℹ️সম্মেলনের শহর- জেনেভা( সুইজারল্যান্ড)।
85.ℹ️সমুদ্রের বধু- গ্রেট ব্রিটেন।

86.?হর্ণ অফ আফ্রিকা- দক্ষিণ আফ্রিকা।
87.?বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা
88.?আফ্রিকার হ্রদয়– সুদান
89.?অন্ধকারাচ্ছন্ন মহাদেশ- আফ্রিকা।
90.?প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত– মারিয়ানা ট্রেঞ্চ

91.?হারকিউলিসের স্তম্ভ- জিব্রাল্টার মালভূমি।
92.?ভূমধ্যসাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার।
93.ℹ️সিটি অব কালচার – প্যারিস (ফ্রান্স)
94.ℹ️সিটি অফ লাইট- প্যারিস(ফ্রান্স)
95.ℹ️ট্যাক্সির নগরী – মেক্সিকো সিটি

96.ℹ️পৃথিবীর গুদামঘর- মেক্সিকো
97.ℹ️সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার – ইউক্রেন।
98.ℹ️the cap of Good hope – সাউথ আফ্রিকা।
99.ℹ️the city of flowering trees-হারারে (জিম্বাবুয়ে)
100.ℹ️Country of copper – জাম্বিয়া এবং
পার্ল অব আফ্রিকা – উগান্ডা।

Share this Article
Leave a comment
x