Similar Posts
ওজন নেয়ার সময় আর্দ্রতার প্রভাব রোধে করণীয় কী?
ওজন নেয়ার সময় আর্দ্রতার প্রভাব রোধে করণীয় কী? কোন রাসায়নিক পদার্থের ওজন পরিমাপের সময় আর্দ্রতার প্রভাব রোধের সব সময়ই পরিষ্কার ও শুষ্ক পাত্র ব্যবহার করতে হবে। পাশাপাশি পরিমাপের স্থান বা Weighing pan কে পানির ফোঁটা বা ধুলোবালিমুক্ত রাখতে হবে। যে সব ফ্লাস্কের তলদেশে গোলাকার তাদের ক্ষেত্রে কখনোই কর্ক বা কার্ডবোর্ড সাপোর্ট ব্যবহার করা যাবে না।
পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?
পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে? দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে যে বল ক্রিয়া করে আর ঐ দুই আধানের মধ্যে একই দূরত্বে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বল ক্রিয়া করে তাদের অনুপাত ঐ মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয়। এ ধ্রুব সংখ্যাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুুতিক ধ্রুবক (dielectric constant) বলা হয়। একে K দ্বারা প্রকাশ করা হয়। শূণ্য মাধ্যমে…
নক্ষত্র কাকে বলে?
নক্ষত্র কাকে বলে? যেসব পদার্থ সূর্যের ন্যায় নিজস্ব আলো আছে এবং তা আলো দেয় তাদের বলা হয় নক্ষত্র। পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য। সৌরজগতের বাইরে অনেক দূরে দূরে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে। এদেরকে ক্ষুদ্র ও মিটমিট করে জ্বলতে দেখা যায় এর কারণ এরা পৃথিবী থেকে অনেক অনেক দূরে। সূর্যের পর নিকটতম নক্ষত্র হলো…
গতি কি বা গতি কাকে বলে?
গতি কি বা গতি কাকে বলে? পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার ঘটনাই গতি।
এক নিউটন বল কাকে বলে? | এক নিউটন বল কি?
এক নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল 1 kg ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 ms-2 ত্বরণ সৃষ্টি করে তাকে 1 N বল বলে। যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে ঐ বস্তুতে ১ মি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে ১ নিউটন বল বলে। 50 নিউটন বল বলতে কী…
ভর জড়তার পরিমাপক কেন?
ভর জড়তার পরিমাপক কেন? ভিন্ন ভরের দুটি বস্তু নিয়ে বস্তুদ্বয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চাইলে নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টার দরকার হবে। একইভাবে বস্তুদ্বয় যদি গতিশীল থাকে তবে তাদেরকে থামানোর ক্ষেত্রে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা করতে হবে। এজন্যই বলা হয় ভর হলো জড়তার পরিমাপক।