সুপারনোভা কাকে বলে?
সুপারনোভা কাকে বলে?
যে সকল নক্ষত্রের ভর দুই থেকে পাঁচ সৌরভরের মধ্যে তারা সংকোচনের সময় এমন একটি ধাপে পৌঁছায় যে, এটি এর বহিঃস্থ আস্তরণ ছুঁড়ে দিয়ে অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। এদেরকে বলা হয় সুপারনোভা।
যে সকল নক্ষত্রের ভর দুই থেকে পাঁচ সৌরভরের মধ্যে তারা সংকোচনের সময় এমন একটি ধাপে পৌঁছায় যে, এটি এর বহিঃস্থ আস্তরণ ছুঁড়ে দিয়ে অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। এদেরকে বলা হয় সুপারনোভা।
বৈদ্যুতিক যন্ত্রপাতি কাকে বলে? তড়িৎ বিজ্ঞানে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি, তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলে।
সমমেল কাকে বলে? মূল সুরের চেয়ে বেশি কম্পাঙ্কের যে সুর উৎপন্ন হয় তাকে উপসুর বা ওভারটোন বলে। কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হলে যে সুর উৎপন্ন হয় তাকে সমমেল বলে।
তুল্য রোধ কি বা কাকে বলে? একটি বর্তনীর সকল রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করা যায় যার রোধ হবে বর্তনীর মোট রোধের সমান, তবে সেই রোধকে তুল্যরোধ বলা হয়।
ব্যতিচার কাকে বলে? দুটি সুসংহত উৎস হতে নিঃসৃত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনও কখনও খুব উজ্জ্বল ও কখনও কখনও অন্ধকার দেখায়। আলোকের এ ঘটনাকে ব্যতিচার বলে।
আমরা জানি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলের দ্বারা কাজ বলে। যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর সরণও সেদিকেই ঘটে। সুতরাং পড়ন্ত বস্তুর কাজ বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ।
স্থির তড়িৎ কাকে বলে? খ্রিস্টের জন্মের ৬০০ বছর আগে থেকেই গ্রীকদের জানা ছিল যে, অ্যাম্বারকে রেশমী কাপড় দিয়ে ঘষলে অ্যাম্বার ছোট ছোট বস্তুকণা (যেমন, কাঠের গুড়া) কে আকর্ষণ করার গুণ অর্জন করে। একইভাবে চিরুণী দিয়ে শুস্ক চুল আঁচড়িয়ে ছোট ছোট কাগজের টুকরার কাছে নিলে টুকরাগুলো আকৃষ্ট হয়। এ গুণ শুধু অ্যাম্বার বা চিরুনীতে উৎপন্ন হয়…