অক্সিজোম কি?
অক্সিজোম কি?
মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু থাকে সেটিই হলো অক্সিসোম।
মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু থাকে সেটিই হলো অক্সিসোম।
অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা হিসেবে পরিপাকের সময় এনজাইম নিঃসৃত করে। আবার অন্তঃক্ষরা হিসেবে বিভিন্ন হরমোন নিঃসৃত করে। এ কারণেই অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির গুণাবলি বিদ্যমান। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত রসে ট্রিপসিন, অ্যামাইলেজ ও লাইপেজ নামের পরিপাককারী এনজাইম থাকে,…
কোষরস কী? কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ একত্রে হলো কোষরস।
অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হলো ফুসফুসে অবস্থিত অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ।
উৎপাদক কি? বাস্তুতন্ত্রে যেসকল উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেসকল উদ্ভিদই হলো উৎপাদক।
রসস্ফীতি চাপ কি? অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণের ফলে কোষের প্রোটোপ্লাজ স্ফীত হওয়ায় কোষপ্রাচীরের উপর যে চাপের সৃষ্টি করে, তাই রসস্ফীতি চাপ।
উচ্চ রক্তচাপকে কেন নীরব ঘাতক বলা হয়? রক্তচাপের সিস্টোলিক মান ১২০ এর উপরে পৌঁছালে তাকে উচ্চ রক্তচাপ বলে। ওজন বেশি বেড়ে গেলে কিংবা খাদ্যে লবণ চর্বিযুক্ত উপাদান বেশি খেলে, অথবা পরিবারে অন্য সদস্যদের পূর্বে থেকে থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোকও করোনারি ধমনির রোগের মত মারাত্মক রোগ হয় এবং প্রতিবছর বহু মানুষ…