Similar Posts
ঘর্ষণের একক কি?
ঘর্ষণের একক কি? ঘর্ষণকে একটি বাধাবল হিসেবে বিবেচনা করা হয়। তাই এর একক নিউটন।
আপেক্ষিক প্রবেশ্যতা কাকে বলে?
আপেক্ষিক প্রবেশ্যতা কাকে বলে? কোনো মাধ্যমের পরম প্রবেশ্যতা ও শূন্য মাধ্যমের পরম প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক প্রবেশ্যতা বলে।
পচা ডিম পানিতে ভাসে কেন?
পচা ডিম পানিতে ভাসে কারন পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। ভালো ডিম পানিতে ডুবে কারণ ভালো ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি। ডিম যখন পঁচে যায় তখন ডিমের সছিদ্র খোসার মধ্য দিয়ে গ্যাস বের হয়ে যায় এবং একারণেই একই আয়তনের ডিমের ভর কমে যায় অর্থাৎ ঘনত্ব কমে যায়।আর ঘনত্ব কমে পানির ঘনত্বের কম হয়ে যাওয়ার কারণেই পচা…
কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন?
কম্পনশীল সুরশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? একটি সুরশলাকাকে কম্পিত করলে দেখা যাবে, এটি একবার এদিকে যাচ্ছে এবং পরে আবার তার বিপরীত দিকে যাচ্ছে। খুব ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে যে, সে তার পর্যায়কালের অর্ধেক সময় সম্মুখ দিকে এবং বাকি অর্ধেক সময় পশ্চাৎ দিকে চলে, এভাবে সে অনবরত কম্পিত হতে থাকে যা স্পন্দন গতি…
শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? শব্দের বেগ কয়েকটি বিষয়ের উপর নির্ভর।করে। যেমন– মাধ্যমের প্রকৃতি : বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন। উদাহরণস্বরূপ বায়ু, পানি এবং লোহাতে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। ২০°C তাপমাত্রায় বায়ুতে, পানিতে ও লোহায় শব্দের বেগ যথাক্রমে ৩৪৪মি/সে, ১৪৫০মি/সে ও ৫১৩০মি/সে। সাধারণভাবে বলা যায় বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি…
এডিসন ক্রিয়া কি?
এডিসন ক্রিয়া কি? এডিসন যখন তড়িৎ বাতি নিয়ে কাজ করছিলেন তখন বাতির কার্বন ফিলামেন্টের ধনাত্মক প্রান্ত বারবার পুড়ে যাচ্ছিল। এ অসুবিধা দূর করার জন্য তিনি ফিলামেন্টের সাথে একটি প্লেট সিল করে ঢুকিয়ে দিলেন। তিনি দেখতে পান ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেওয়া হচ্ছে ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে কিন্তু প্লেটকে ঋণাত্মক বিভব…