চাহিদাসূচি কি

চাহিদাসূচি

চাহিদাসূচি কি

যে সূচির মাধ্যমে দ্রব্যের দাম ও চাহিদার মধ্যকার বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদাসূচি বলে। অন্যভাবে বলা যায়, চাহিদাবিধিকে ছক আকারে প্রকাশ করাকে চাহিদাসূচি বলে। চাহিদাসূচিতে দুটি অংশ বিদ্যমান। এক অংশে থাকে বিবেচিত দ্রব্যের দাম এবং অপর অংশে থাকে বিবেচিত দ্রব্যের চাহিদা। নিম্নে চাহিদাসূচি অঙ্কন করা হল।

চাহিদাসূচি

একক প্রতি দাম (টাকায়) চাহিদার পরিমাণ (একক)
৪ টাকা ৩০ একক
৬ টাকা ২৫ একক
৮ টাকা ২০ একক
১০ টাকা ১৫ একক
১২ টাকা ১০ একক
১৪ টাকা ৫ একক

উপরের চাহিদাসূচি চাহিদাবিধিরই গাণিতিক প্রকাশ মাত্র।