আকার বা কৃন্তন বা ব্যবর্তন বা মোচড় পীড়ন কাকে বলে?
আকার বা কৃন্তন বা ব্যবর্তন বা মোচড় পীড়ন কাকে বলে?
আকার বিকৃতি ঘটাতে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আকার পীড়ন বলে।
আকার বিকৃতি ঘটাতে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আকার পীড়ন বলে।
গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত কি? গ্যালভানোমিটার দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়। এর জন্যে একে বর্তনীতে যুক্ত করা হয়। যদি গ্যালভানোমিটারে দুই বিন্দুর বিভব সমান হয় তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না ফলে গ্যালভানোমিটারের কাঁটারও কোনো বিক্ষেপ ঘটে না তখন গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হয়।
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন? যেসব রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে। আমরা জানি, ক্ষমতা, P = কাজ (W) ÷ সময়(t) যেহেতু ক্ষমতা, কাজ ও সময়ের ওপর নির্ভর করে সেহেতু ক্ষমতাকে লব্ধ রাশি বলা হয়।
অর্ধ পরিবাহী ডায়োড কী? একটি p-টাইপ ও একটি n-টাইপ অর্ধপরিবাহী পরস্পরের সাথে যুক্ত করা হলে সৃষ্ট এ ডিভাইস বা কৌশলটিকে অর্ধপরিবাহী ডায়োড বলে।
মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
ছন্দিত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে ছন্দিত গতি বলে।
তরঙ্গ সৃষ্টিতে দায়ী মাধ্যমের কম্পন কি নিউটনের গতি সূত্র মনে চলে? তরঙ্গ সৃষ্টিতে দায়ী মাধ্যমের কণাসমূহের কম্পন নিউটনের গতিসূত্র মেনে চলে কণাসমূহে প্রত্যয়নী বল এবং ত্বরণ এর অস্তিত্ব থাকায় এরা গতির দ্বিতীয় সূত্র মেনে চলে। গতি জড়তার দরুন কণাগুলো সাম্যাবস্থানে না থেমে আরও দূরত্ব অতিক্রম করে। সুতরাং এরা গতির প্রথম সূত্রও মেনে চলে।