আয়তন পীড়ন কাকে বলে?
আয়তন পীড়ন কাকে বলে?
আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আয়তন পীড়ন বলে।
আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে বস্তুর আয়তন পীড়ন বলে।
অ্যাম্পিয়ার কাকে বলে? কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমাণ চার্জকে এক অ্যাম্পিয়ার (Ampere) বা অ্যাম্পিয়ার বলে। একে A দ্বারা সূচিত করা হয়। তড়িৎ প্রবাহের আন্তর্জাতিক একক হলো অ্যাম্পিয়ার (A)। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অ্যাম্পায়ার এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। তিনি…
মেলোডি কী? কতগুলো শব্দ একের পর এক উৎপন্ন হয়ে যদি একটি সুর যুক্ত শব্দের সৃষ্টি করে তাবে তাকে মেলোডি বলে।
কার্যপেক্ষক কাকে বলে? কোনো ধাতু পৃষ্ঠের ওপর ন্যূনতম যে শক্তির ফোটন আপতিত হলে এটি হতে ইলেকট্রন নিঃসৃত হবে, তাকে ঐ ধাতুর কার্যাপেক্ষক বলে।
1 eV সমান কত জুল? 1 eV = 1.6×10-19 J
সমতুল্য লেন্স কাকে বলে? যদি প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ইত্যাদি অপরিবর্তিত রেখে কোনো লেন্স সমবায়কে একটি একক লেন্স দ্বারা প্রতিস্থাপন করা যায় তাহলে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি? কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রব থাকে। অর্থাৎ গতিশক্তি + বিভব শক্তি = ধ্রুবক