Similar Posts
ক্ষেপননালি কাকে বলে?
ক্ষেপননালি কাকে বলে? শুক্রনালি এবং সেমিনাল ভেসিকলের নালি একত্রে মিলিত হয়ে ১৯ মিলিমিটার লম্বা ও ০.৩ মিলিমিটার ব্যাসের যে খাটো নালি গঠন করে তাকে ক্ষেপণনালি বলে। এটি মূত্রনালি বা ইউরেথ্রার সাথে যুক্ত হয়। সেমিনাল ভেসিকলের ক্ষরণসহ শুক্রাণুকে ইউরেথ্রায় প্রবেশ করতে সাহায্য করে।
হ্যাপ্লয়েড কাকে বলে?
হ্যাপ্লয়েড কাকে বলে? উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে।
টেস্টা কাকে বলে?
টেস্টা কাকে বলে? বীজত্বকের বাইরের অংশকে টেস্টা বলে।
প্রজনন কি?
প্রজনন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে জীব তার অনুরূপ এক বা একাধিক জীব সৃষ্টি করে তাকে প্রজনন বলে।
সিলেন্টেরন কাকে বলে?
সিলেন্টেরনঃ হাইড্রার দেহের মাঝখানে অবস্থিত নলাকার গহব্বরটিকে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বলে। অন্তঃত্বকের ক্ষণপদযুক্ত ও ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টি কোষের ক্ষণপদ ও ফ্ল্যাজেলা সিলেন্টেরন এ অবস্থান করে। এটি উপরে মুখছিদ্র পথে উন্মুক্ত হয়। কাজঃ খাদ্য বস্তুর বহিঃকোষীয় পরিপাক, রেচন পদার্থ পরিবহন ও এর মধ্যে বিদ্যমান পানি শ্বসনে সহায়তা করে থাকে।
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে?
বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক কাকে বলে? কোষের বাইরে খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়াকে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক বলে।