বিশুদ্ধ খাদ্য কাকে বলে?
বিশুদ্ধ খাদ্য কাকে বলে?
যেসকল খাদ্যে শুধুমাত্র একটি পুষ্টি উপাদান বিদ্যমান, তাদের বিশুদ্ধ খাদ্য বলে। যেমন- চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না।
বিশুদ্ধ খাদ্য কাকে বলে?
যেসকল খাদ্যে শুধুমাত্র একটি পুষ্টি উপাদান বিদ্যমান, তাদের বিশুদ্ধ খাদ্য বলে। যেমন- চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া অন্য কিছু থাকে না।
নিউমোনিয়া রোগের কারণ নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যধিক ঠাণ্ডা লাগলে এ রোগ হতে পারে। হাম ও ব্রংকাইটিস রোগের পর ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হতে দেখা যায়। নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।
ফুলের পাপড়ি রঙিন হয় কেন? ফুলের পাপড়ি রঙিন হয় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। এসব প্লাস্টিড জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি বর্ণের কণিকা ধারণ করে। তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। রঙিন ফুল
প্রতিসম প্রাণী কাকে বলে? যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য বিদ্যমান তারাই প্রতিসম প্রাণী। প্রতিসমতার ভিত্তিতে প্রাণিজগতকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা – ১. দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী ২. অরীয় প্রতিসম প্রাণী ৩. সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী ৪. দ্বি-অরীয় প্রতিসম প্রাণী ইত্যাদি।
হেটারোজাইগাস কাকে বলে? কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে বিদ্যমান দুটি জিন যদি ভিন্ন প্রকৃতির হয় তবে তাদের হেটারোজাইগাস বলে। যেমন – Tt।
জৈব মুদ্রা কাকে বলে? ATP-কে জৈব মুদ্রা বলা হয়। ATP এর পূর্ণরূপ হলো – Adenosine Tri-Phosphate. জীবের শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তা ATP আকারে জমা থাকে। এটি থেকে একটি ফসফেট বা ফসফোরিক এসিড মুক্ত হলে শক্তি নির্গত হয়। সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ সম্পন্ন হয়। ATP শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য…
নটোকর্ড কাকে বলে? নটোকর্ড হলো একটা নরম, নমনীয় অখন্ডায়িত, দন্ডাকার অঙ্গ। এটি মেরুদন্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদন্ডে রূপান্তরিত হয়। ব্যাঙাচির লার্ভার লেজের সমগ্র দৈর্ঘ্যই নটোকর্ড বিস্তৃত থাকে। নটোকর্ড কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির…