পড়াশোনা
0 min read

হরমোন কাকে বলে? ইথিলিন কী ধরনের হরমোন ব্যাখ্যা করো।

যে সকল রাসায়নিক বস্তু কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহির হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।

উদ্ভিদ বা প্রাণীতে হরমোন খুব গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদের বৃদ্ধি, অঙ্কুরোদগম, ফল ধরা, ফুল ধরা কার্যক্ষমতা অনেক বৈশিষ্ট্য হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি, প্রজনন, জৈবিক কার্যাবলী সম্পাদনে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইথিলিন কী ধরনের হরমোন ব্যাখ্যা করো।
ইথিলিন এক ধরনের গ্যাসীয় হরমোন। এর প্রধান কাজ হলো উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করা। এ হরমোন সাধারণত উদ্ভিদের ফুল, ফল, পাতা, বীজ ও মূলে থাকে। অনেক সময় এ হরমোনের কারণে চারাগাছের বিকৃত বৃদ্ধি লক্ষ করা যায়।

4.8/5 - (103 votes)