৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৬ উত্তর (PDF)
৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৬ : হলে নেওয়া যেতে পারে। এর মধ্যে আমরা আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে বোঝার চেষ্টা করব। সেটি হচ্ছে “তথ্য সংরক্ষণ”। সংরক্ষণ মানে হচ্ছে ‘রক্ষা করা” বা “জমিয়ে রাখা” তাই না? আচ্ছা অনেক অনেক বছর আগে তথ্য কীভাবে রক্ষা করা হতো আমরা কী পড়েছি ইতিহাসে?
৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা ১ সেশন ৬
পাথরে খোদাই করে, গুহায় বিভিন্ন সাংকেতিক ভাষায় লিখে, কিংবা গাছের শুঁড়িতে লিখে। আমরা বর্তমানে কীভাবে তথ্য সংরক্ষণ করি তুমি কি জানো? জানলে তোমার উত্তর লেখ-
আমরা বর্তমানে কীভাবে তথ্য সংরক্ষণ করি?
১. কাগজে লিখে।
২. মেমরি কার্ডে
৩. অনলাইন স্টোরে সেভ করে।
আচ্ছা কোনো তথ্য যদি খুবই গুরুত্বপূর্ণ হয়, তখন আমাদের শিক্ষকরা কীভাবে এটিকে সংরক্ষণ করেন?
- কাগজ বা প্লাস্টিকের ফাইল তৈরি করে আলমারিতে রাখেন;
- কম্পিউটারে টাইপ করে কম্পিউটারের হার্ডডিস্কে রাখেন।
ডিস্কও নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল মেমরি কার্ড যেখানে তথ্য জমা থাকে, সেটিও নষ্ট বা হারিয়ে বা চুরি হয়ে যেতে পারে। তাহলে এমন কিছু কি আছে যেখানে তথ্য অনেক বেশি নিরাপদভাবে সংরক্ষণ করা যায়? হ্যাঁ, এটিকে বলে ক্লাউড! ক্লাউডের বাংলা হচ্ছে ‘মেঘ! তাহলে কি মেঘের মধ্যে তথ্য থাকে?
আসলে তা নয়, বিশ্বের অনেক বড় বড় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আছে, যাদের আছে অনেক বড় বড় ডাটা সেন্টার বা তথ্যকেন্দ্র ! সেখানে প্রতিদিন কোটি কোটি মানুষের সকল তথ্য জমা হতে থাকে। আমরা যখন নিজেদের অনলাইন আইডি খুলব, তখন আমাদের তথ্যও সেখানে জমা হয়ে যাবে, আর আমরা চাইলে আমাদের সেই ত্যাকাউন্ট ব্যবহার করে পৃথিবীর যেখান থেকে ইচ্ছে যেকোনো
কম্পিউটার বা মোবাইল ফোনে সেই ত্যাকাউন্ট লগ ইন করে আমার জমিয়ে রাখা তথ্য দেখতে পারব, পরিবর্তন করতে পারব এবং ব্যবহার করতে পারব।
আ্যাকাউন্ট সে নিয়ে নিতে পারবে, আর আমার সকল তথ্যও নিয়ে নিতে পারবে! অনেকটা আলমারির চাবি অপ্রত্যাশিত কারও হাতে চলে যাওয়ার মতো!
আচ্ছা, তুমি যদি কোনো একাউন্ট খোলো, সবার আগে কোন ৩টি তথ্য জমা রাখতে চাও? (তথ্য হতে পারে কোলো লেখা, রিপোর্ট, গান, ছবি, ভিডিও, বিদ্যালয়ের কোনো প্রজেক্ট)
যে ৩টি তথ্য আমি অনলাইন ক্লাউডে রাখতে চাই
১. আমার ছবি
২. পছন্দের কিছু গান
৩. আমার প্রিয় কার্টুন
এবার ভেবে দেখি তো এই তথ্যগুলো যদি অন্যের হাতে চলে যায় তাহলে আমার কোনো ক্ষতি হতে পারেকি না!
আচ্ছা, আমাদের কি মনে আছে আমরা আমাদের নির্ধারিত সমস্যার সমাধান নিয়ে একটি সেমিনারের আয়োজন করব?
তাহলে আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনো সমাধানটি নিয়ে সেমিনারের জন্য সচেতনতামূলক কনটেন্ট তৈরি করব। তথ্যের মাধ্যম আমরা হয়তো অনেক সমাধান পেয়েছি, তবে ওখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধানটি নিয়েই কাজ করব।
আমাদের পূর্বের সেশনে আলোচিত সমস্যার সমাধান নিয়ে একটি সেমিনার:
দলের নাম : সবুজ সংঘ
সমস্যাটি ছিল : বাল্যবিয়ে
যে সমাধানটি আমাদের সচেতনতামূলক কার্যক্রমে ব্যবহার করতে চাই:
আমরা আমাদের সমস্যাটি এবং এর সমাধান বিশ্লেষণ করে বেশ কিছু সিন্ধান্তে উপনীত হয়েছি। তা নিচে লেখা হল:
১. আমরা বাড়ি-বাড়ি গিয়ে অভিভাকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝাব।
২. বিভিন্ন সচেতনতামূলক তথ্য ও স্লোগান সংবলিত পোস্টার বা লিফলেট মানুষদের মাঝে বিতরণ করব।
৩. মেয়েদের মাঝে বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব।
৪. কোথাও বাল্যবিয়ের সংবাদ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করব এবং আইনগত সহায়তা নেব।