একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে যে তরঙ্গ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্যগুলো লেখ।
একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এতে সরল ছন্দিত স্পন্দন গতি সৃষ্টি হয়। এরূপ গতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
১) এটি একটি পর্যাবৃত্ত গতি।
২) এটি একটি স্পন্দন গতি।
৩) এটি একটি সরলরৈখিক গতি।
৪) ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী।