পড়াশোনা
1 min read

ডিশ ওয়াশার কি? What is Dishwasher?

ডিশ ওয়াশার (Dishwasher) একটি অন্যতম গুরুত্বপূর্ণ গৃহস্থালি ইলেকট্রনিক যন্ত্র। আগে বাসা-বাড়ির সকল থালা-বাসন হাতে শুকাতে হত। এটি একটি খুব ঝামেলাপূর্ণ কাজ ছিল। ডিশ ওয়াশার আবিষ্কার হওয়ার পর এই ঝামেলাপূর্ণ কাজ হতে অব্যাহতি পাওয়া গেছে। এর সাহায্যে রান্নার কাজে ব্যবহৃত প্ল্যাট, পট, বিভিন্ন ধরনের ডিশ পরিষ্কার করে শুকানো যায়। এতে প্রথমে ওয়াটার ইনলেট দিয়ে পানি এসে ট্যাবে পূর্ণ হয় এবং ধৌত করার ধাপে ডিটারজেন্ট পানির সাথে মিশে ডিসসমূহকে পরিষ্কার করে। এ সময়ে গরম পানিরও স্প্রে করা হয়। ওয়াশ সাইকেল সম্পন্ন হলে পরিষ্কার পানি দিয়ে ডিটারজেন্ট সম্পন্ন পানি ডিশে লেগে থাকলে তা ধুয়ে ফেলা হয়। এরপর হিটিং ইলিমেন্টের সাহায্যে ডিশগুলো শুকিয়ে নেওয়া হয়।

Rate this post