Modal Ad Example
National University

লিখিত(তত্ত্বীয়)-ইনকোর্স পরীক্ষা মিলে ৪০ পেলে পাস- জাতীয় বিশ্ববিদ্যালয়

1 min read

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল ধারণা ছিল ইনকোর্সে ও তত্বীয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বদরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইনকোর্সের ২০ আর থিউরির ৮০ দুটা মিলে ৪০ পাইলে সে পাস। ইনকোর্সে ০ পেয়েও যদি কেউ তত্বীয় পরীক্ষায় ৮০ এর মধ্যে ৪০ পায় সে পাশ করবে।

৪ বছর মেয়াদি স্নাতক (অনার্স) কোর্স এর রেগুলেশন অনুযায়ী এক বর্ষ থেকে পবরর্তী বর্ষে Promotion এর জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের সাজেশন

১ম বর্ষ থেকে ২য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হতে। ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে Promotion এর জন্য কমপক্ষে ৩টি তত্ত্বীয় কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হতে।কোন বর্ষে ১টি কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে D বা তার চেয়ে বেশী গ্রেড পেলে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে Promotion পাবে। তবে অনুপস্থিত কোর্সে পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমােশনের জন্য কমপক্ষে ৪ টি D বা এর বেশি পেতে হবে।

উপরের শর্ত পূরণে ব্যর্থ শিক্ষার্থী Not Promoted হবে। পরবর্তী বছর শিক্ষার্থী পূর্ববর্তী বছরের শুধুমাত্র F এবং অনুপস্থিত কোর্সের গ্রেড।উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে। একই সাথে C এবং D গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ ২টি কোর্সে মান উন্নয়ন পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে।

১ম বর্ষের সকল কোর্সে D বা এর বেশী না পাওয়া পর্যন্ত ৩য় বর্ষের চূড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার ফলাফল স্থগিত থাকবে। ১ম ও ২য় বর্ষের সকল কোর্সে D বা এর বেশি না পাওয়া পর্যন্ত ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Promoted এবং Not Promoted সকল পরীক্ষার্থী C এবং D গ্রেড পাওয়া প্রতি বর্ষের সর্বোচ্চ ২টি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। F গ্রেড প্রাপ্ত কোর্সে একাধীক বার পরীক্ষা দেওয়ার সুযােগ পাবে। একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে। তবে F গ্রেড প্রাপ্ত কোর্সকে গ্রহণযােগ্য গ্রেডে উন্নিত হলে ঐ কোর্সে মান উন্নয়ন পরীক্ষার সুযােগ নাই। এছাড়া F গ্রেড পাওয়া কোর্সে পরবর্তীতে গ্রেড উন্নয়ন হলে প্রাপ্ত গ্রেড যাই হােক না কেন B’ (Plus) এর বেশী প্রাপ্য হবে না।

একই বর্ষে সর্বোচ্চ ২টি কোর্সে মান উন্নয়ন (C এবং D গ্রেড প্রাপ্ত) পরীক্ষা দিতে পারবে। সর্বস্তুরে মান উন্নয়ন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে Pick up পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ ১ম এবং ২য় বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড সে গ্রেড CGPA গণনার ক্ষেত্রে প্রযােজ্য হবে। ইন-কোর্স, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নতিকরণ কোন সুযােগ থাকবে না।

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x