পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুুর স্থির বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। যিনি বলবিদ্যা নিয়ে পড়াশুনা এবং গবেষণা করেন, তাঁকে বলবিজ্ঞানী বলা হয়।
বলবিদ্যা দুই প্রকার।
যথাঃ স্থিতি বিদ্যা ও গতিবিদ্যা।
- স্থিতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয়, তাকে স্থিতিবিদ্যা বলে।
- গতিবিদ্যা : বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া আলোচনা করা হয়, তাকে গতিবিদ্যা বলে।
গতিবিদ্যা আবার দুই প্রকার। যথাঃ চলবিদ্যা ও সৃতিবিদ্যা।
- চলবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় বস্তুর গতির উপর বলের প্রভাব আলোচনা করা হয়, তাকে চলবিদ্যা বলে।
- সৃতিবিদ্যা : গতিবিদ্যার যে শাখায় বলের প্রভাবহীন বস্তুর গতি আলোচনা করা হয়, তাকে সৃতিবিদ্যা বলে।
এখানে যা শিখলাম–
বলবিদ্যা কাকে বলে?; বলবিজ্ঞানী কাকে বলে?; বলবিদ্যার প্রকারভেদ।; স্থিতিবিদ্যা কাকে বলে?; গতিবিদ্যা কাকে বলে?; গতিবিদ্যা কত প্রকার ও কি কি?; চলবিদ্যা কাকে বলে?; সৃতিবিদ্যা কাকে বলে?;