পড়াশোনা
0 min read

জীবের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী?

জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা বহুবিধ। এখানে কয়েকটি উল্লেখ করা হলাে। যেমন :

(১) মানুষের প্রয়ােজনেই জীব সম্পর্কে সম্যক জ্ঞানার্জন অত্যাবশ্যক। শ্রেণিবিন্যাসের দ্বারা সহজে সব ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানা যায়।

(২) শ্রেণিবিন্যাস জীবদের সঠিক শনাক্তকরণকে সহজতর করে দেয়। ফলে বৈজ্ঞানিক গবেষণা, মানবকল্যাণের জন্য উদ্ভিদ ও প্রাণীকে সঠিকভাবে শনাক্ত করা যায়।

(৩) জীবের প্রজাতিগুলোকে নির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী এমনভাবে শ্রেণিবদ্ধ করা হয় যাতে এদের উৎপত্তি, বিবর্তন ধারা, জাতিজনি সম্পর্কের একটি চিত্র ফুটে ওঠে।

(৪) অর্থনৈতিক গুণসম্পন্ন উদ্ভিদ বাছাইয়ে শ্রেণিবিন্যাসের জ্ঞানের গুরুত্ব রয়েছে।

(৫) শ্রেণিবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো অঞ্চলের পরিবেশের উপযোগী উদ্ভিদ ও প্রাণীসমূহকে নির্বাচন করা যায়।

উল্লিখিত প্রয়োজনীয়তা ছাড়াও পৃথিবীর সমস্ত জীবকে আন্তর্জাতিক পরিচিতি প্রদানে শ্রেণিবিন্যাসের জ্ঞান বিশেষ ভূমিকা পালন করে।

5/5 - (1 vote)