Blog
1 min read

ই মেইল কি? ইমেইল এর সুবিধা ও বিভিন্ন মৌলিক তথ্য

ই-মেইল কি?

ই-মেইল এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক মেইল। এটি হলো ডিজিটাল বার্তা। এখানে কাগজ কলম ব্যবহারের পরিবর্তে কিবোর্ড , ফোন বা কম্পিউটার ব্যবহার করা যায় । অর্থাৎ, ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার ব্যবস্থা।

ই-মেইল Address লিখার সময় প্রথমে কাস্টম ইউজার নেইম লিখা হয় এবং @ এর পরে ডোমেইন নেইম লিখা হয়। যেমন – noproblem@gmail.com

ই-মেইলের কিছু মৌলিক তথ্য

ই-মেইল পাঠানো

বিভিন্ন ধরণের ই-মেইল প্রোগ্রাম ব্যবহার করে ই-মেইল পাঠানো যায়। ই-মেইল পাঠাতে হলে ই-মেইল প্রোগ্রামে ঢুকে মেইল টাইপ করে প্রাপকের ঠিকানা নির্দিষ্ট করে, ইন্টারনেটে যুক্ত হয়ে Send বাটনে চাপলেই হয়।

ই-মেইলের মাধ্যম

ই-মেইল প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে ই-মেইল সার্ভার। মেসেজ পাঠানোর প্রটোকলের নাম হলো SMTP. ক্লায়েন্টের কাছে কীভাবে মেইলটি গ্রহিত হবে তা বুঝতে POP এবং IMAP প্রয়োজন।

ই-মেইল গ্রহণ

মেসেজ পাওয়ার পর শুধুমাত্র ম্যাসেজে ট্যাপ করলেই মেসেজ দেখা যায় ।

ইমেইলের সুবিধা

ই-মেইলের কয়েকটি সুবিধা হলো –

  • ব্যবহার করা সহজ।
  • সহজেই পৃথিবীর যেকোনো প্রান্তে পাঠানো যায়।
  • এর সাথে লেখা, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদি পাঠানো যায়।
  • একসাথে অনেকের কাছে পাঠানো যায় ।
  • কম খরচে যেকোনো প্রোডাক্ট মার্কেটিং করা যায় ইত্যাদি ।

তো আজ এখানে শেষ করছি। ই-মেইল কি? ইমেইল এর সুবিধা ও বিভিন্ন মৌলিক তথ্য নিয়ে লেখা এই আর্টিকেলটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

Rate this post