১ বিঘা সমান কত কানি ? | ৬০ বিঘা সমান কত কানি ?

বিঘা থেকে কানি রূপান্তর

সাধারনত কোন জমির পরিমান পরিমাপ প্রকাশের ক্ষেত্রে আমরা বিঘা, কাঠা বা একর  এ প্রকাশ করে থাকি। কিন্তু আমরা কয়জনই বা জানি যে এক বিঘা সমান কত কানি।

বিঘা থেকে কানি রূপান্তর কনভার্টার একটি প্রয়োজনীয় ক্ষেত্রফল রূপান্তর ক্যালকুলেটর যা বিঘা একক থেকে কানি এককে রূপান্তর করতে কার্যকরভাবে ব্যবহৃত হয়।

সুতরাং, কথায়, এক বিঘা সমান শূন্য দশমিক আট তিন কানি l গাণিতিক বাক্যে, ১ বিঘা = ০.৮৩৩ কানি

বিঘা থেকে কানি রূপান্তর গাণিতিক সূত্র, কানি = বিঘা × ০.৮৩৩

১। প্রশ্ন: ৬০ বিঘা সমান কত কানি ?

উত্তর: ১ বিঘা = ০.৮৩৩ কানি
∴ ৬০ বিঘা = (৬০ × ০.৮৩৩) কানি
= ৫০ কানি।

সুতরাং ৬০ বিঘা সমান ৫০ কানি ।

চলুন এক নজরে দেখে নেই বিঘার আরো কিছু সূত্রঃ

১ বিঘা = ২০ কাঠা
১ বিঘা = ৩৩ শতাংশ
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট
১ বিঘা = ১৩৩৮ বর্গমিটার
১ বিঘা = ৮০ হাত
১ বিঘা = ১৬ গন্ডা দুই কড়া দুই ক্রান্তি।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “১ বিঘা সমান কত কানি? , ৬০ বিঘা সমান কত কানি?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।
I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.
Back To Top