হেপাটাইটিস কি? What is Hepatitis?

হেপাটাইটিস কি? (What is Hepatitis in Bengali?)

হেপাটাইটিস হলো লিভারের একটি মারাত্মক রোগ, যা হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এই ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত এবং দেহ-রসে পাওয়া যায়। হেপাটাইটিস ভাইরাস যা লিভারকে আক্রান্ত করে এমনকি অনেক বছর পরও লিভারে মারাত্মক প্রদাহের সৃষ্টি করতে পারে। যার ফলে লিভারসিরোসিস ও লিভার ক্যান্সারের কারণে রোগীর মৃত্যু হতে পারে।

আমাদের দেশে এটি জন্ডিস নামে অধিক পরিচিত।

হেপাটাইটিস ভাইরাস বেশ কয়েক ধরনের হয়ে থাকে। যথা— হেপাটাইটিস এ, বি, সি, ডি, ও ই। এ ভাইরাসগুলোকে তাদের বিস্তারের ধরনের ওপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন :

ক. পানি ও খাদ্যবাহিত ভাইরাস : হেপাটাইটিস ‘এ’ ও হেপাটাইটিস ‘ই’।
খ. ঘনিষ্ঠ সাহচর্য, রক্ত কিংবা দুষিত সিরিঞ্জের সুঁইয়ের মাধ্যমে বাহিত ভাইরাস : হেপাটাইটিস ‘বি’ ‘সি’ ও ‘ডি’।

হেপাটাইটিস ভাইরাসের ৫টি গ্রুপের মধ্যে ‘বি’ এবং ‘সি’ সবচেয়ে বেশি মারাত্মক। এদের সংক্রমণে লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে।

হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’-এর বিস্তার, লক্ষণ ও প্রতিকার

রোগের বিস্তার :

  • হেপাটাইটিস ‘এ’ বা ‘ই’ আক্রান্ত ব্যক্তির মলে এ রোগের জীবাণু দেখতে পাওয়া যায়। তাই যেসব এলাকার স্যানিটেশন ব্যবস্থা খারাপ সেসব এলাকার পানি বা খাদ্যের মাধ্যমে এ রোগের ভাইরাস বিস্তার লাভ করে থাকে।
  • আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সঙ্গমের মাধ্যমে।
  • পরিবারে কারো এ রোগ হয়ে থাকলে তার মাধ্যমে।

রোগের লক্ষণ : সব রোগীর ক্ষেত্রে এ রোগের লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। এর অন্যতম লক্ষণগুলো হলো :
ক. জ্বর বা জ্বরভাব,
খ. দুর্বলতা,
গ. ক্ষুধামান্দ্য,
ঘ. বমিভাব বা তীব্র বমি হওয়া,
ঙ. পেটে অস্বস্তি,
চ. ত্বক ও চোখ হলুদ হওয়া ইত্যদি।

রোগের সুপ্তিকাল : দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশের ২-৬ সপ্তাহের মধ্যে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ সংক্রমণের লক্ষণ প্রকাশ পায়।

প্রতিরোধ :

  • হেপাটাইটিস ‘এ’ ভ্যাকসিন গ্রহণ।
  • সব সময় পরিষ্কার-পরিছন্ন থাকা ও খাওয়ার পূর্বে হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা।
  • পায়খানার পরে ও ডায়াপার পরিবর্তনের পরে হাত সাবান দিয়ে ভালোভাবে ধোয়া।
  • স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা।
  • রাস্তার ধারের খোলা খাবার না খাওয়া।
  • ফুটানো পানি পান করা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *