পড়াশোনা
1 min read

ইউআরএল (URL) কাকে বলে? ওয়েব ব্রাউজার কী? ব্যাখ্যা করো।

ইন্টারনেটে ওয়েবপেজ গুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে URL (Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলে। যেমন- www.facebook.com।

ওয়েব ব্রাউজার কী? ব্যাখ্যা করো।

ওয়েবসাইটে ঘুরে বেড়ানোর জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয়, তাকে ওয়েব ব্রাউজার (Web browser) বলে। আর ওয়েব ব্রাউজারের সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ানোকে ব্রাউজিং বলে। ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের পুরো জগৎকে উপভোগ করা যায়। বেশ কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), অপেরা (Opera), সাফারি (Safari), গুগল ক্রোম (Google Chrome) অন্যতম।

4.8/5 - (59 votes)