পড়াশোনা
1 min read

রেওয়ামিল কি?

খতিয়ানের হিসাবগুলাের গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনাে নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্বৃত্তগুলােকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকেই রেওয়ামিল বলে।

রেওয়ামিলের ডেবিট দিকের যােগফল ক্রেডিট দিকের যােগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে, খতিয়ানে কোনাে গাণিতিক ভুল নেই। অপর পক্ষে দুই দিকের যােগফল সমান না হলে বুঝতে হবে দু তরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোন ভুল-ত্রুটি আছে।

Rate this post