একমালিকানা ব্যবসায় কাকে বলে?

একমালিকানা ব্যবসায় কাকে বলে?

সাধারণত যে ব্যবসায় প্রতিষ্ঠান একজন ব্যক্তির মালিকানায় গঠিত এবং পরিচালিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে।

এ ধরনের ব্যবসায় সংগঠনে মালিকের সংখ্যা কখনো একের বেশি হতে পারে না। এ ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন মালিক একাই সরবরাহ এবং মুনাফাও একাই ভোগ করেন। ব্যবসায়ের সব ঝুঁকি ও দায়-দায়িত্ব তাকেই বহন করতে হয়। যে কেউ উদ্যোগী হয়ে একমালিকানা ব্যবসায় গঠন করতে পারে।

Similar Posts