Blog
0 min read

জৈবিক ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য কি?

জৈবিক ভাইরাস

  • জৈবিক দেহ ছাড়া ভাইরাস এর প্রকাশ ঘটে না।
  • জৈবিক ভাইরাস প্রথমে পােষকের দেহে প্রবেশ করে, এরপর নিজের বংশ বিস্তারের মাধ্যমে পােষকের দেহে আধিপত্য বিস্তার করে। ফলে পােষকের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়।
  • জৈবিক ভাইরাসে আক্রান্ত কোন জীবের সংস্পর্শে অপর কোন সুস্থ জীব এলে, ঐ ভাইরাস সুস্থ জীবে প্রবেশ করে।
  • জৈবিক ভাইরাস থেকে পরিত্রাণের জন্য প্রতিষেধক হিসাবে এন্টিবায়ােটিক গ্রহণ করতে হয়। এই এন্টিবায়ােটিক পােষকের দেহে অবস্থিত ভাইরাসকে ধ্বংস করে।

কম্পিউটার ভাইরাস

  • কম্পিউটার ছাড়া কম্পিউটার ভাইরাসের প্রকাশ পায় না।
  • কম্পিউটার ভাইরাস প্রথমে কোনাে একটি কম্পিউটারে প্রবেশ করে, অতঃপর কপির মাধ্যমে স্বয়ংক্রিয় বিস্তার ঘটিয়ে কম্পিউটারের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ফলে কম্পিউটারের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়।
  • কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কোনাে সিস্টেম ভাইরাসবিহীন কোনাে সুস্থ কম্পিউটারের সংস্পর্শে এলে এটিও ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
  • কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত কম্পিউটারকে ভাইরাস থেকে মুক্ত করতে হলে এন্টিভাইরাস প্রােগ্রাম ব্যবহার করতে হয়।
4/5 - (1 vote)