রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি? ব্যাখ্যা কর।
রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, সরকার ও সরকারের বিভিন্ন কাঠামো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Political science। এটি এসেছে গ্রিক শব্দ Polis থেকে যার অর্থ নগর।
রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি? ব্যাখ্যা কর।
রাষ্ট্রের চরম ক্ষমতা হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বচ্চো ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বিধান করা হয়। অভ্যন্তরীণ ক্ষমতার বলেই রাষ্ট্র দেশের অভ্যন্তরে সকল প্রকার সংঘ ও প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব আরোপ ও নিয়ন্ত্রণ বজায় রাখে। আবার বাহ্যিক ক্ষমতার বলে রাষ্ট্র সকল প্রকার বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।