পড়াশোনা
0 min read

ফ্যারাডের তাড়িত চৌম্বক আবেশের সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)

তাড়িতচৌম্বকীয় আবেশ সংক্রান্ত পরীক্ষা হতে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে ফ্যারাডে দুটি সূত্র প্রদান করেন। সূত্র দুটি ফ্যারাডের তাড়িতচৌম্বকীয় আবেশের সূত্র হিসেবে পরিচিত।

প্রথম সূত্র : কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং যতক্ষণ এ পরিবর্তন চলতে থাকে, আবিষ্ট তড়িচ্চালক বলও ততক্ষণই থাকে।

দ্বিতীয় সূত্র : বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল, সময়ের সাথে ঐ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক হারের সমানুপাতিক।

Rate this post