General Knowledge
1 min read

বটম কাকে বলে? ইন্সপেক্টর মানে কি?

বটম অর্থ শেষ প্রান্ত। সার্টের বা প্যান্টের শেষ প্রান্তে যে জায়গা থাকে তাকে বটম বলে। বটম দুই প্রকার। যথাঃ–
ক) প্লেইন বটম (Plain Bottom)
খ) টেইল বটম (Tail Bottom)
ক) প্লেইন বটম (Plain Bottom) : সার্টের বা প্যান্টের শেষ প্রান্তে ভাঁজ করে সমান ভাবে রেখে হেম করা হয় এই জাতীয় বটমকে প্লেইন বটম বলে।
খ) টেইল বটম (Tail Bottom) : সার্টের শেষ প্রান্তে সাইড সিমের দুই পার্শ্ব থেকে হঠাৎ সরু হয়ে গেছে কিংবা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শেষ প্রান্ত রাউন্ড অবস্থা বা লম্বা অবস্থা নিচে নেমে গিয়েছে। এই জাতীয় বটমকে টেইল বটম বলে।

ইন্সপেক্টর মানে কি?

ইন্সপেক্টর (Inspector) মানে পরিদর্শক। কোন জিনিসের গুণগত মান যাচাই কারীকে ইন্সপেক্টর (Inspector) বলে।

Rate this post